Ajker Patrika

কক্সবাজার সমুদ্রসৈকতের ম্যারাথনে অংশ নিলেন অন্তত ৫০০ দেশি-বিদেশি দৌড়বিদ 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতের ম্যারাথনে অংশ নিলেন অন্তত ৫০০ দেশি-বিদেশি দৌড়বিদ 

কক্সবাজার সমুদ্রসৈকতে শেষ হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা কক্সবাজার রান। সাড়ে সাত কিলোমিটারের এই দৌড় আজ শুক্রবার ভোরে সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু হয়ে কলাতলী বিচ পয়েন্ট, হলিডে মোড় প্রদক্ষিণ করে পুনরায় লাবনী পয়েন্টে এসে শেষ হয়। এতে দেশি-বিদেশি পর্যটকসহ অন্তত ৫০০ জন দৌড়বিদ অংশ নেন। 

বেটার টুগেদার নামের একটি যুব সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যম মিডিয়া পার্টনার ছিল। 

প্রতিযোগিতা শেষে লাবনী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ দৌজা নয়ন। এ সময় তিনি বলেন, ‘ম্যারাথন মানুষের শারীরিক ও মানসিক উন্নতি ঘটায়। এতে শরীর ও মন যেমন ভালো থাকে তেমনি মাদক থেকেও নিজেকে দূরে রাখা যায়।’ 

কক্সবাজার সমুদ্রসৈকতে ম্যারাথনে বিভিন্ন প্রতিযোগীচার ক্যাটাগরিতে এই ম্যারাথনে ১২ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের দেওয়া হয় নগদ অর্থ, পদক ও ট্রফি। দৌড়ে পুরুষ পর্যায়ে প্রথম হয়েছেন মোহাম্মদ সেজান এবং নারী পর্যায়ে প্রথম হয়েছেন ব্রিটিশ নাগরিক জেলিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

গাজায় যুদ্ধবিরতি ভেঙে এক দিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

যুগান্তকারী উদ্ভাবন: চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

এলাকার খবর
Loading...