চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
আজ রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী স্টেশনে এই বিক্ষোভ করেন। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া সরকারি কলেজের পূর্ব গেট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা গেছে, রোববার সকালে চকরিয়া উপজেলার খুটাখালী স্টেশনে ৭ থেকে ৮টি টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দেন যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কে দুই পাশে গাড়ি আটকে যায়। বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের নেতা তৌহিদুল ইসলাম মিঠু।
এর আগে শনিবার দিবাগত চকরিয়া সরকারি কলেজের পূর্ব গেট সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে দেন যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা। এ সময় মহাসড়কের এক পাশে টায়ার জ্বালালে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করতে দেখা যায়। পরে তাঁরা মোটরসাইকেল নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে চলে যান। বিক্ষোভে নেতৃত্ব দেন চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক মঞ্জু।
এনামুল হক মঞ্জু বলেন, ‘গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদ ও অবৈধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে হরতালের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে মাঠে থাকার জানান দিচ্ছি। আমরা রাজপথে আছি, থাকব।’
এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘কে বা কারা সড়কে টায়ার জ্বালিয়ে নানা স্লোগান দিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
আজ রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী স্টেশনে এই বিক্ষোভ করেন। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া সরকারি কলেজের পূর্ব গেট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা গেছে, রোববার সকালে চকরিয়া উপজেলার খুটাখালী স্টেশনে ৭ থেকে ৮টি টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দেন যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কে দুই পাশে গাড়ি আটকে যায়। বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের নেতা তৌহিদুল ইসলাম মিঠু।
এর আগে শনিবার দিবাগত চকরিয়া সরকারি কলেজের পূর্ব গেট সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে দেন যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা। এ সময় মহাসড়কের এক পাশে টায়ার জ্বালালে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করতে দেখা যায়। পরে তাঁরা মোটরসাইকেল নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে চলে যান। বিক্ষোভে নেতৃত্ব দেন চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক মঞ্জু।
এনামুল হক মঞ্জু বলেন, ‘গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদ ও অবৈধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে হরতালের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে মাঠে থাকার জানান দিচ্ছি। আমরা রাজপথে আছি, থাকব।’
এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘কে বা কারা সড়কে টায়ার জ্বালিয়ে নানা স্লোগান দিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
আদেশে বলা হয়েছে, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৪৪ ধারা অনুযায়ী, শনিবার রাত ১০টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার দুই পাশে ও সংলগ্ন এলাকায়..
৬ মিনিট আগেটাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত তা বলবৎ থাকবে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মোছা...
৩৮ মিনিট আগেচাহিদা অনুযায়ী ঘুষ না পেয়ে ভৈরবের মেঘনা নদীতে এসে ইজারাদারের বৈধ ড্রেজার জব্দ এবং দুই শ্রমিককে কারাদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার বিরুদ্ধে। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তার প্রশাসনিক সীমা লঙ্ঘন করে...
৪১ মিনিট আগেআহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৩-২৪-এর আশপাশে। এখনো জ্ঞান ফেরেনি তাঁর। এ বিষয়ে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের (জুলুস আয়োজক) মিডিয়া টিমের সমন্বয়ক আবু তালেব বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান।
৯ ঘণ্টা আগে