Ajker Patrika

আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
ফেরত বাংলাদেশি জেলেরা। ছবি: সংগৃহীত
ফেরত বাংলাদেশি জেলেরা। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক ২৬ জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেরত এনেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন ট্রানজিট জেটিঘাট দিয়ে তাঁদের ফেরত আনা হয়।

সাগরে মাছ ধরতে নেমে নাফ নদী ও মোহনা থেকে এসব জেলেকে বিভিন্ন সময় ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের পর তৎপরতা শুরু করে।

পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে ২৬ জেলেকে ফেরত দেয় আরাকান আর্মি। পরে নাফ নদী হয়ে জেলেদের নিয়ে আসে বিজিবি।

বিজিবির অধিনায়ক লে কর্নেল আশিকুর রহমান জানান, ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফেরত আসা জেলেদের মধ্যে কয়েকজন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাও রয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির প্রচেষ্টায় আটক ২৬ জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। বাকি জেলেদেরও ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি আরাকান আর্মি হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১৫ বাংলাদেশি এবং ১৪ জন রোহিঙ্গা জেলে ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

এলাকার খবর
Loading...