চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক পল্লি চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম তৌহিদুল ইসলাম (৪০)। আজ শুক্রবার সকালে ব্রিজের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তৌহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বরপুর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, পল্লি চিকিৎসক তৌহিদুল ইসলাম কাজ শেষে রাত করেই বাড়ি ফিরতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে চা পান করেন তিনি। এরপর চায়ের দোকান থেকে উঠে চলে যান। রাতে আর বাসায় ফেরেননি।
পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন সকালে ব্রিজের নিচে তৌহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কিছুটা দূরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও মাথার টুপি পড়ে ছিল। সেখানে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে মুখের ভেতর গেঞ্জি ও গলায় রশি দিয়ে বেঁধে ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ব্রিজের পাশেই তাঁর ব্যবহৃত মোটরসাইকেল, ব্যাগ ও স্যান্ডেল পাওয়া গেছে। এর পাশেই ঘাসের ওপরে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। এটা পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, রাতের যেকোনো সময় তাঁকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক পল্লি চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম তৌহিদুল ইসলাম (৪০)। আজ শুক্রবার সকালে ব্রিজের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তৌহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বরপুর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, পল্লি চিকিৎসক তৌহিদুল ইসলাম কাজ শেষে রাত করেই বাড়ি ফিরতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে চা পান করেন তিনি। এরপর চায়ের দোকান থেকে উঠে চলে যান। রাতে আর বাসায় ফেরেননি।
পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন সকালে ব্রিজের নিচে তৌহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কিছুটা দূরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও মাথার টুপি পড়ে ছিল। সেখানে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে মুখের ভেতর গেঞ্জি ও গলায় রশি দিয়ে বেঁধে ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ব্রিজের পাশেই তাঁর ব্যবহৃত মোটরসাইকেল, ব্যাগ ও স্যান্ডেল পাওয়া গেছে। এর পাশেই ঘাসের ওপরে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। এটা পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, রাতের যেকোনো সময় তাঁকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) দুটি কারখানায় ৮ ঘণ্টা ধরে জ্বলছে আগুন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষ্মণ নেই। আগুন আরও বাড়ছে। পাশের কারখানায় ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস ও নৌবাহিনী মিলে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দীর্ঘ সময়ের শ্রমে তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে।
২৭ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে বিয়েবাড়িতে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।
১ ঘণ্টা আগেতিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বালন কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় আব্দুল মান্নান সরকার সাবু নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কের মোস্তফি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সরকার সাবু লালমনিরহাট আদর
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরে রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় আগুনের ঘটনার তৃতীয় দিনেও গুদাম থেকে ধোঁয়া উড়ছে। তবে আগামীকাল শুক্রবারের মধ্যে ধোঁয়া কমে আসবে বলে আশা করছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনের (বিসিআইসি) বিশেষজ্ঞ দলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভা
২ ঘণ্টা আগে