চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে স্বর্ণের বারগুলো জব্দ করে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের লিটন খান (২৬)।
নাজমুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। আমাদের আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে গাড়িটিকে শনাক্ত করে। বেলা ১টার দিকে বাসটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে সেটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। স্বর্ণ চোরাকারবারি সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটকের পর দেহ তল্লাশি করা হয়। তাঁদের কাছে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৩ লাখ টাকা।
বিজিবি কর্মকর্তা নাজমুল হাসান আরও বলেন, জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা করা হবে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলা করে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হবে।
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে স্বর্ণের বারগুলো জব্দ করে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের লিটন খান (২৬)।
নাজমুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। আমাদের আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে গাড়িটিকে শনাক্ত করে। বেলা ১টার দিকে বাসটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে সেটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। স্বর্ণ চোরাকারবারি সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটকের পর দেহ তল্লাশি করা হয়। তাঁদের কাছে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৩ লাখ টাকা।
বিজিবি কর্মকর্তা নাজমুল হাসান আরও বলেন, জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা করা হবে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলা করে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হবে।
গত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
৪ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগেসামনে জাতীয় নির্বাচন, একে সামনে রেখে এখন থেকে আপনাকে সারাদেশে অবহেলিত বঞ্চিত নির্যাতিত নেতাকর্মীদের সাথে আলোচনা করে দলকে ঐক্যবদ্ধ করতে হবে, তা না হলে আগামী জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত আমাদেরকে বড় ধরনের মাসুল দিতে হতে পারে। তাই আপনার কাছে একটা বিশেষ অনুরোধ আপনি যত দ্রুত সম্ভব সারা দেশ
৩১ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং ও গ্রিন সিটি হাউজিং এলাকায় পৃথক দুই ঘটনায় গণপিটুনিতে দুই তরুণ নিহত হয়েছেন। তাঁরা ‘ছিনতাইকারী’ ছিলেন বলে দাবি পুলিশের।
৩১ মিনিট আগে