Ajker Patrika

চট্টগ্রামে শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে মামলা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২০: ৫৮
চট্টগ্রামে শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে মামলা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে চার শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. ওমর ফারুক (২১) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের বন্দর থানায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর পরিবারের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওমর ফারুক বাঁশখালী থানার কাথারিয়া বাজারের বাগমারা এলাকার বাসিন্দা। তিনি বন্দর থানার বাদামতলা মোড়সংলগ্ন মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/ ০৩) এর ১০ /৯ (৪) (খ) ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীদের জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর ও ৩ নভেম্বর রাতে মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ডেকে তাঁর বিছানায় নিয়ে যান। এ সময় ওই শিক্ষার্থীকে দিয়ে তাঁর হাত-পা টেপান। একপর্যায়ে তিনি ওই শিশুকে বলাৎকারের চেষ্টা করেন। একই সময় ওই শিক্ষক মাদ্রাসার আরও তিন শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বলাৎকারের চেষ্টা করেন।

ঘটনাটি এক শিক্ষার্থী তার বাবা-মাকে জানায়। পরে অভিভাবকেরা গিয়ে মাদ্রাসার পরিচালকসহ অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি দোষ স্বীকার করেন।

বাঁশখালী থানার ওসি বলেন, গতকাল সোমবার মাদ্রাসার লোকজনসহ অভিভাবকেরা ওমর ফারুককে পুলিশে সোপর্দ করেছেন। মাদ্রাসাটিতে ৫০-৬০ জন শিক্ষার্থী রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত