Ajker Patrika

বাঁশখালীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীর পৃথক স্থানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার নেয়াজরপাড়া ও উপজেলার শীলকূপের বৈরাগপাড়ায় তাদের মৃত্যু হয়।

মৃত দুই শিশু হলো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নেয়াজরপাড়া এলাকার মো. আফসারের ছেলে মো. মুনতাসীর (৩) শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আহমদ শফির ছেলে রিফাত মিয়া (২)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হিরক কুমার পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, আজ সোমবার বেলা ১টার দিকে বাড়ির আঙিনায় খেলছিল মুনতাসীর। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে উঠানে খেলার সময় পাশের পুকুরে পড়ে যায় রিফাত। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, পরিবারের লোকজন যত দিন পর্যন্ত সচেতন না হবে তত দিন পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা কমবে না। এ ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত