Ajker Patrika

হাতিয়া দীপের চরাঞ্চলে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়া দীপের চরাঞ্চলে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

নোয়াখালী-৬ আসনের দীপ উপজেলা হাতিয়ার চরাঞ্চলে পৌঁছেছে ব্যালটবাক্সসহ নির্বাচনের সরঞ্জাম। আজ শনিবার দুপুরের পর উপজেলা সদরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মালামাল নিয়ে প্রিসাইডিং কর্মকর্তারা স্ব-স্ব কেন্দ্রে পৌঁছেছেন। 

হাতিয়ার মূল ভূখণ্ডের বাইরে হরনী ও চানন্দি নামে দুটি ইউনিয়ন। ওই দুই ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ২২টি। হাতিয়া থেকে সী-ট্রাকে নদী পাড়ি দিয়ে কর্মকর্তারা নির্বাচনের মালামাল নিয়ে কেন্দ্রে পৌঁছান। আগামীকাল রোববার ভোটগ্রহণ শেষে তারা আবার সী-ট্রাকযোগে হাতিয়ায় ফিরে আসবেন। 

হাতিয়া থেকে সী-ট্রাকে নদী পাড়ি দিয়ে কর্মকর্তারা নির্বাচনের মালামাল নিয়ে কেন্দ্রে পৌঁছান। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী আজকের পত্রিকাকে বলেন, ‘নদীর ওপারে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় নৌ-বাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে মালামাল নিয়ে প্রিসাইডিং কর্মকর্তারা পৌঁছেছেন। কোথাও কোনো সমস্যা হয়নি।’ 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হাতিয়ায় ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার। মোট ভোটকেন্দ্র রয়েছে ৯৬ টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত