নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রসবের পর দুই যমজ সন্তানকে তিন লাখ টাকায় বিক্রি করে দিলেন বাবা। মামলা করে সেই সন্তানদের আবার নিজের কোলে ফিরিয়ে আনলেন মা। এতে সহযোগিতা করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো শাখা।
গতকাল শনিবার পুলিশের নিরবচ্ছিন্ন অভিযানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ১ নম্বর রাজানগরের বি এ হেডমাস্টার বাড়ি থেকে শিশু রায়ান এবং নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকা থেকে শিশু ফাহমিদাকে উদ্ধার করা হয়।
পিবিআই মেট্রো শাখার পুলিশ সুপার নাইমা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই শিশুদের আদালতে উপস্থাপন করেছি আমরা। আদালতের বিচারক সোমবার (১০ জুন) দুই শিশুকে নিয়ে আবার আদালতে উপস্থাপন করার আদেশ দিয়েছেন। বর্তমানে দুই শিশু পিবিআই এর হেফাজতে রয়েছে।’
এর আগে গত ৩ জানুয়ারি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ পলি হাসপাতালে মুন্নী আকতার নামে এক প্রসূতি যমজ সন্তান প্রসব করেন। টাকার বিনিময়ে প্রসূতির স্বামী হাবিবুর রহমান দুই নবজাতককে অজ্ঞাতনামাদের হাতে তুলে দেন। এতে তাদের ছেলে–মেয়ে রেহান ও রুমা আকতার বাঁধা দিলে হাবিবুর রহমান তাদের হাসপাতালের বাথরুমে আটকে রাখে। পরে নিজের যমজ শিশুদের ফিরে পেতে মানবপাচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ওই মা। ট্রাইব্যুনাল মামলাটি তদন্তের জন্য পিবিআই এর কাছে পাঠায়।
মামলার এজাহারে বলা হয়, হাসপাতালে সন্তানদের বিষয়ে বাদী ওই হাসপাতালের চিকিৎসক রোকসানা আকতার ও মামুনকে জিজ্ঞাসা করলে তারা বাচ্চা দুইটি অসুস্থ বলে জানায়। তাই দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য তার স্বামী হাবিবুর রহমান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেছে।
পিবিআই জানায়, মামলার বাদী বাবুর্চির সহকারীসহ বাসা–বাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করেন। একপর্যায়ে বাদী সন্তান সম্ভবা হন। অপরদিকে রাঙ্গুনিয়ার রাজনগর এলাকার আবুল হাশেমের স্ত্রী শিরু আকতার একটি ছেলে সন্তান ও নগরীর বোয়ালখালীর নাজিরখালী এলাকার হাসান মুরাদের স্ত্রী রুনা আকতার একটি মেয়ে সন্তান দত্তক নেওয়ার জন্য খুঁজছিলেন।
উভয়ের সঙ্গে ঘটনাক্রমে শেরপুরের আবু বক্কর সিদ্দিকির স্ত্রী রাশেদা বেগমের পরিচয় হয়। রাশেদা বেগম তাদের উভয়কে আশ্বস্ত করেন যে, নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তিনি উভয়কে তাদের পছন্দমতো নবজাতক ছেলে–মেয়ে দত্তক এনে দিতে পারবেন। এরপর রাশেদা বেগম, শিরু আকতার ও রুনা আকতারের সঙ্গে মামলার বাদীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। নবজাতক ছেলের বিনিময়ে শিরু আকতার রাশেদা বেগমকে তিন লাখ টাকা এবং রুনা আকতার নবজাতক মেয়ের বিনিময়ে এক লাখ টাকা দিতে রাজি হন।
এ ছাড়া বাদীর প্রসবকালীন চিকিৎসা বাবদ অর্থ প্রদানে রাজি হন তারা। রাশেদা বেগম বিষয়টি মামলার বাদীর সঙ্গে আলোচনা করলে সর্বমোট তিন লাখ টাকার বিনিময়ে তার গর্ভে থাকা দুইটি সন্তান প্রসবের পরপরই দত্তক দিতে রাজি হন। বাদী বিষয়টি তার স্বামীর সঙ্গে আলোচনা করলে স্বামীও অর্থের বিনিময়ে দত্তক প্রদানের বিষয়ে সম্মতি দেন।
পরিকল্পনা মোতাবেক বাদী যথাসময়ে একটি ছেলে সন্তান ও একটি কন্যা সন্তান প্রসব করলে নগদ টাকার বিনিময়ে ছেলে সন্তানকে শিরু আকতারের কাছে এবং মেয়ে সন্তানকে রুনা আকতারের কাছে দত্তক প্রদান করেন।
রাশেদা বেগম মধ্যস্থতাকারী হিসেবে এক লাখ টাকা পান। ঘটনার পর বাদীর স্বামী হাবিবুর রহমান বাদীকে মারধর করে তার কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেলে বাদী ক্ষিপ্ত হয়ে সম্প্রতি মানবপাচার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
প্রসবের পর দুই যমজ সন্তানকে তিন লাখ টাকায় বিক্রি করে দিলেন বাবা। মামলা করে সেই সন্তানদের আবার নিজের কোলে ফিরিয়ে আনলেন মা। এতে সহযোগিতা করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো শাখা।
গতকাল শনিবার পুলিশের নিরবচ্ছিন্ন অভিযানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ১ নম্বর রাজানগরের বি এ হেডমাস্টার বাড়ি থেকে শিশু রায়ান এবং নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকা থেকে শিশু ফাহমিদাকে উদ্ধার করা হয়।
পিবিআই মেট্রো শাখার পুলিশ সুপার নাইমা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই শিশুদের আদালতে উপস্থাপন করেছি আমরা। আদালতের বিচারক সোমবার (১০ জুন) দুই শিশুকে নিয়ে আবার আদালতে উপস্থাপন করার আদেশ দিয়েছেন। বর্তমানে দুই শিশু পিবিআই এর হেফাজতে রয়েছে।’
এর আগে গত ৩ জানুয়ারি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ পলি হাসপাতালে মুন্নী আকতার নামে এক প্রসূতি যমজ সন্তান প্রসব করেন। টাকার বিনিময়ে প্রসূতির স্বামী হাবিবুর রহমান দুই নবজাতককে অজ্ঞাতনামাদের হাতে তুলে দেন। এতে তাদের ছেলে–মেয়ে রেহান ও রুমা আকতার বাঁধা দিলে হাবিবুর রহমান তাদের হাসপাতালের বাথরুমে আটকে রাখে। পরে নিজের যমজ শিশুদের ফিরে পেতে মানবপাচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ওই মা। ট্রাইব্যুনাল মামলাটি তদন্তের জন্য পিবিআই এর কাছে পাঠায়।
মামলার এজাহারে বলা হয়, হাসপাতালে সন্তানদের বিষয়ে বাদী ওই হাসপাতালের চিকিৎসক রোকসানা আকতার ও মামুনকে জিজ্ঞাসা করলে তারা বাচ্চা দুইটি অসুস্থ বলে জানায়। তাই দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য তার স্বামী হাবিবুর রহমান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেছে।
পিবিআই জানায়, মামলার বাদী বাবুর্চির সহকারীসহ বাসা–বাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করেন। একপর্যায়ে বাদী সন্তান সম্ভবা হন। অপরদিকে রাঙ্গুনিয়ার রাজনগর এলাকার আবুল হাশেমের স্ত্রী শিরু আকতার একটি ছেলে সন্তান ও নগরীর বোয়ালখালীর নাজিরখালী এলাকার হাসান মুরাদের স্ত্রী রুনা আকতার একটি মেয়ে সন্তান দত্তক নেওয়ার জন্য খুঁজছিলেন।
উভয়ের সঙ্গে ঘটনাক্রমে শেরপুরের আবু বক্কর সিদ্দিকির স্ত্রী রাশেদা বেগমের পরিচয় হয়। রাশেদা বেগম তাদের উভয়কে আশ্বস্ত করেন যে, নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তিনি উভয়কে তাদের পছন্দমতো নবজাতক ছেলে–মেয়ে দত্তক এনে দিতে পারবেন। এরপর রাশেদা বেগম, শিরু আকতার ও রুনা আকতারের সঙ্গে মামলার বাদীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। নবজাতক ছেলের বিনিময়ে শিরু আকতার রাশেদা বেগমকে তিন লাখ টাকা এবং রুনা আকতার নবজাতক মেয়ের বিনিময়ে এক লাখ টাকা দিতে রাজি হন।
এ ছাড়া বাদীর প্রসবকালীন চিকিৎসা বাবদ অর্থ প্রদানে রাজি হন তারা। রাশেদা বেগম বিষয়টি মামলার বাদীর সঙ্গে আলোচনা করলে সর্বমোট তিন লাখ টাকার বিনিময়ে তার গর্ভে থাকা দুইটি সন্তান প্রসবের পরপরই দত্তক দিতে রাজি হন। বাদী বিষয়টি তার স্বামীর সঙ্গে আলোচনা করলে স্বামীও অর্থের বিনিময়ে দত্তক প্রদানের বিষয়ে সম্মতি দেন।
পরিকল্পনা মোতাবেক বাদী যথাসময়ে একটি ছেলে সন্তান ও একটি কন্যা সন্তান প্রসব করলে নগদ টাকার বিনিময়ে ছেলে সন্তানকে শিরু আকতারের কাছে এবং মেয়ে সন্তানকে রুনা আকতারের কাছে দত্তক প্রদান করেন।
রাশেদা বেগম মধ্যস্থতাকারী হিসেবে এক লাখ টাকা পান। ঘটনার পর বাদীর স্বামী হাবিবুর রহমান বাদীকে মারধর করে তার কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেলে বাদী ক্ষিপ্ত হয়ে সম্প্রতি মানবপাচার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে