Ajker Patrika

আহত একজনের মৃত্যু, ডিপোতে এখনো আগুন নেভেনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আহত একজনের মৃত্যু, ডিপোতে এখনো আগুন নেভেনি

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহত মো. মাসুদ রানা নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর রাত পৌনে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত মাসুদ রানা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাত ৩টা ৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ 

এ নিয়ে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় সরকারি হিসেব অনুযায়ী ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে দুর্ঘটনার তৃতীয় দিন মঙ্গলবার ঘটনাস্থল থেকে দুজনের দেহাবশেষ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস। 

মাসুদ রানা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার গোপীনাথপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি বিএম কন্টেইনার ডিপোতে আরএসটি (ক্রেন) অপারেটর হিসেবে কাজ করতেন। 

এদিকে দুর্ঘটনার পর চারদিন পার হতে চললেও এখন পর্যন্ত আগুন নির্বাপণ করা সম্ভব হয়নি। এখনো থেমে থেমে বিভিন্ন কন্টেইনারে আগুন জ্বলছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। 

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। কিছু কিছু কন্টেইনারে এখনো থেমে থেমে আগুন জ্বলছে।’ 

উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত