নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহত মো. মাসুদ রানা নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর রাত পৌনে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত মাসুদ রানা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাত ৩টা ৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
এ নিয়ে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় সরকারি হিসেব অনুযায়ী ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে দুর্ঘটনার তৃতীয় দিন মঙ্গলবার ঘটনাস্থল থেকে দুজনের দেহাবশেষ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস।
মাসুদ রানা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার গোপীনাথপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি বিএম কন্টেইনার ডিপোতে আরএসটি (ক্রেন) অপারেটর হিসেবে কাজ করতেন।
এদিকে দুর্ঘটনার পর চারদিন পার হতে চললেও এখন পর্যন্ত আগুন নির্বাপণ করা সম্ভব হয়নি। এখনো থেমে থেমে বিভিন্ন কন্টেইনারে আগুন জ্বলছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। কিছু কিছু কন্টেইনারে এখনো থেমে থেমে আগুন জ্বলছে।’
উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহত মো. মাসুদ রানা নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর রাত পৌনে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত মাসুদ রানা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাত ৩টা ৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
এ নিয়ে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় সরকারি হিসেব অনুযায়ী ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে দুর্ঘটনার তৃতীয় দিন মঙ্গলবার ঘটনাস্থল থেকে দুজনের দেহাবশেষ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস।
মাসুদ রানা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার গোপীনাথপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি বিএম কন্টেইনার ডিপোতে আরএসটি (ক্রেন) অপারেটর হিসেবে কাজ করতেন।
এদিকে দুর্ঘটনার পর চারদিন পার হতে চললেও এখন পর্যন্ত আগুন নির্বাপণ করা সম্ভব হয়নি। এখনো থেমে থেমে বিভিন্ন কন্টেইনারে আগুন জ্বলছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। কিছু কিছু কন্টেইনারে এখনো থেমে থেমে আগুন জ্বলছে।’
উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৮ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১২ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
১৬ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সড়ক ও নালা সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে পৌর কার্যালয়ের সমানে তিন নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ এই বিক্ষোভ করেন। এ সময় বেহাল সড়কের সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন, নালা ব্যবস্থা ভেঙে সংস্কারের দাবি জানানো হয়।
২০ মিনিট আগে