নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় কথা-কাটাকাটির জের ধরে মো. সাজ্জাদ হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে হামলায় আহত ওই কিশোর চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে মারা যায়।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল ও হামিদচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফরহাদ প্রকাশ ফারুক (১৮) ও অপরজন কিশোর বয়সী (১৭)। তাঁরা চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা। নিহত সাজ্জাদও একই থানার খলিফাপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে। সে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। জাহিদুল কবির বলেন, গতকাল শুক্রবার তুচ্ছ ঘটনা নিয়ে পূর্ব পরিচিত কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় সাজ্জাদ নামের এক কিশোরের। পরে সন্ধ্যায় খাজা রোডে বন্ধুদের সঙ্গে চা পানের সময় ওয়াসিম, ফারুকসহ সাত-আটজন মিলে সাজ্জাদের বুকে ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে সে মারা যায়।
এ ঘটনায় সাজ্জাদের বাবা আবু সিদ্দিক বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেছেন।
ওসি বলেন, এই ঘটনায় মামলার পর সাজ্জাদ হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি ফারুক ও তিন নম্বর আসামিকে আজ শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় কথা-কাটাকাটির জের ধরে মো. সাজ্জাদ হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে হামলায় আহত ওই কিশোর চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে মারা যায়।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল ও হামিদচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফরহাদ প্রকাশ ফারুক (১৮) ও অপরজন কিশোর বয়সী (১৭)। তাঁরা চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা। নিহত সাজ্জাদও একই থানার খলিফাপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে। সে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। জাহিদুল কবির বলেন, গতকাল শুক্রবার তুচ্ছ ঘটনা নিয়ে পূর্ব পরিচিত কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় সাজ্জাদ নামের এক কিশোরের। পরে সন্ধ্যায় খাজা রোডে বন্ধুদের সঙ্গে চা পানের সময় ওয়াসিম, ফারুকসহ সাত-আটজন মিলে সাজ্জাদের বুকে ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে সে মারা যায়।
এ ঘটনায় সাজ্জাদের বাবা আবু সিদ্দিক বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেছেন।
ওসি বলেন, এই ঘটনায় মামলার পর সাজ্জাদ হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি ফারুক ও তিন নম্বর আসামিকে আজ শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ময়মনসিংহ নগরীতে বাসায় ঢুকে রওশন আক্তার (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার পর তাঁর সাবেক স্বামী পাশের কক্ষে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মহত্যার আগে রাকিবুল করিম (৫০) নামের ওই ব্যক্তি নিজের জমিজমার দলিলপত্র তাঁর মেয়েকে বুঝিয়ে দেন।
১১ মিনিট আগেআজ সকাল ১০টার দিকে শহীদ আবু সাঈদের বাড়িতে পৌঁছে এনসিপির কেন্দ্রীয় নেতারা তার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
৩১ মিনিট আগেকিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।
৪১ মিনিট আগেকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামের এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে