Ajker Patrika

বাগান পরিচর্যা করছিলেন স্কুলশিক্ষিকা, বেড়া ভেঙে পিষে দিল পিকআপ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২০: ১৬
Thumbnail image

কক্সবাজারের রামুতে নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করছিলেন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইমারী রাখাইন (৪৯)। এ সময় একটি পিকআপ ভ্যান বাগানের বেড়া ভেঙে ভেতরে ঢুকে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

আজ শনিবার সকালে উপজেলার রামু-মরিচ্যা সড়কের অফিসেরচর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত স্কুলশিক্ষক ইমারী রাখাইন ওই এলাকার উহ্লা রাখাইনের স্ত্রী। ইমারী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। 

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘সকালে রামু-মরিচ্যা সড়ক লাগোয়া বাড়ির ফুলের বাগানের পরিচর্যা করছিলেন স্কুল শিক্ষিকা। এ সময় রামু উপজেলা সদরমুখী দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বসতভিটার ঘেরা-বেড়া ভেঙে তাঁকে চাপা দেয়। এতে ইমারী রাখাইন ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।’ 

ওসি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত