Ajker Patrika

চট্টগ্রামে করোনা আক্রান্ত অন্তঃস্বত্ত্বাদের জন্য হাসপাতালে আলাদা কর্নার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে করোনা আক্রান্ত অন্তঃস্বত্ত্বাদের জন্য হাসপাতালে আলাদা কর্নার

করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের জন্য ১০ শয্যার বিশেষ কর্নার খুলেছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। এ কর্নারে নরমাল ডেলিভারি, সিজারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। এ কর্নারে পাঁচজন মেডিকেল অফিসার, পাঁচজন নার্স ও তিনজন আয়া শিফট করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। 

মঙ্গলবার হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় ১০টি শয্যা চালু করা হয়। ভারতীয় ডেলটা ধরনের প্রভাবে চিকিৎসাসেবা নানাভাবে বাধাগ্রস্ত হওয়ার মাঝে বিশেষ এই সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছে হাসপাতালটি। 
 
কর্নার চালুর প্রথম দিন এখানে একজন রোগী ভর্তি হন। দ্বিতীয় দিনে এসে রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৬ জন। রোগী বাড়লে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন হাসপাতালটির ট্রেজারার রেজাউল করিম আজাদ। 

চট্টগ্রামে করোনা যুদ্ধের অন্যতম সম্মুখযোদ্ধা মা ও শিশু হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. মাহমুদা সুলতানা আফরোজা। তাঁর স্বামী ও হাসপাতালটির সদস্যসচিব লায়ন ম. মাহমুদুর রহমান শাওন বলেন, দুদিন ধরে আমি নিজেই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। গাইনী রোগীদের চাপ দেখেছি। চোখের সামনে গাইনী রোগীর মৃত্যু দেখেছি। কঠিন সময়ে এমন উদ্যোগ প্রশংসনীয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত