বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশকে সাক্ষ্য দেওয়ার জেরে তিনজনকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ১১ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলা করা হয়। এদিন বিকেল ৪টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুলতান সিকদার পাড়ায় এ ঘটনা ঘটেছে।
আহতেরা হলেন—সুলতান সিকদার পাড়ার আবুল হাশেম (৬৫), আবুল হাশেমের স্ত্রী রুবি আক্তার (৪২), তাঁদের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে রিনা আক্তার (২৫)। আহতেরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে পূর্ব শত্রুতার জেরে আবুল হাশেমের স্ত্রী রুবি আক্তারকে দোকানে যাওয়ার পথে মারধর করেন ৩ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নান ও তাঁর সঙ্গীয়রা। এ ঘটনায় আবদুল মান্নানসহ চারজনের নামে বাঁশখালী থানায় অভিযোগ করেন রুবি আক্তার।
মঙ্গলবার বাঁশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক ফোর্স নিয়ে ঘটনাস্থলে তদন্ত করতে যায়। এ সময় পুলিশকে সাক্ষী দিতে যান রুবি আক্তার, আবুল হাশেম ও রিনা আক্তার। সাক্ষী দিয়ে বাড়ি ফেরার পথে আবদুল মান্নান তার লোকজন নিয়ে ৩ সাক্ষীকে মারধর করেন। পরে গতকাল রাতে ভুক্তভোগী আবুল হাশেম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত আবদুল মান্নান বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। সাক্ষী দেওয়ার অপরাধে আমি কাউকে মারধর করিনি। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, এ ঘটনায় এজাহার নিয়েছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশকে সাক্ষ্য দেওয়ার জেরে তিনজনকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ১১ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলা করা হয়। এদিন বিকেল ৪টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুলতান সিকদার পাড়ায় এ ঘটনা ঘটেছে।
আহতেরা হলেন—সুলতান সিকদার পাড়ার আবুল হাশেম (৬৫), আবুল হাশেমের স্ত্রী রুবি আক্তার (৪২), তাঁদের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে রিনা আক্তার (২৫)। আহতেরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে পূর্ব শত্রুতার জেরে আবুল হাশেমের স্ত্রী রুবি আক্তারকে দোকানে যাওয়ার পথে মারধর করেন ৩ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নান ও তাঁর সঙ্গীয়রা। এ ঘটনায় আবদুল মান্নানসহ চারজনের নামে বাঁশখালী থানায় অভিযোগ করেন রুবি আক্তার।
মঙ্গলবার বাঁশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক ফোর্স নিয়ে ঘটনাস্থলে তদন্ত করতে যায়। এ সময় পুলিশকে সাক্ষী দিতে যান রুবি আক্তার, আবুল হাশেম ও রিনা আক্তার। সাক্ষী দিয়ে বাড়ি ফেরার পথে আবদুল মান্নান তার লোকজন নিয়ে ৩ সাক্ষীকে মারধর করেন। পরে গতকাল রাতে ভুক্তভোগী আবুল হাশেম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত আবদুল মান্নান বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। সাক্ষী দেওয়ার অপরাধে আমি কাউকে মারধর করিনি। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, এ ঘটনায় এজাহার নিয়েছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আগুনে দগ্ধ রোগীদের শারীরিক আঘাতের সঙ্গে সঙ্গে প্রবল মানসিক ধাক্কাও সইতে হয়। শিশুদের ক্ষেত্রে মানসিক আঘাতের মাত্রাটা বেশি। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিশুদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ বিমান ধসে আগুন ধরে যাওয়া, চোখের সামনে সহপাঠীদের...
৪ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে মাত্র দুটি বৈদ্যুতিক বাল্ব, দুটি সিলিং ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। এ ‘ভুতুড়ে বিল’ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।
৪ ঘণ্টা আগেমেঘনার ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে ভোলার মনপুরা উপজেলার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটনকেন্দ্র দখিনা হাওয়া সৈকতের বেশ কিছু অংশ। ফলে দূরদূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা সেখানে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ৩৮ কিলোমিটার এলাকায় বেড়েছে সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারানোর পাশাপাশি অনেকে পঙ্গুত্ববরণ করছেন। গত ৭ মাসে মহাসড়কের এই অংশে অর্ধশতাধিক দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানি ও শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
৪ ঘণ্টা আগে