Ajker Patrika

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় নিহত ১ 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় নিহত ১ 

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে মোহাম্মদ জাহেদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে মেরিন ড্রাইভের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্যাঁচার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মোহাম্মদ জাহেদ রামু উপজেলার ধোয়াপালং পূর্বপাড়ার নুরুল ইসলাম ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফরহাদ মাহমুদ ইমু নামের এক ব্যক্তি। তিনি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার শাকের আহমদের ছেলে।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, বুধবার রাতে ঘন কুয়াশায় কক্সবাজারমুখী দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত