Ajker Patrika

কর্ণফুলীতে বাসের ধাক্কায় যুবক নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলীতে বাসের ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রামের কর্ণফুলীতে পোষাক কারখানার শ্রমিকবাহী বাসের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের সিএনজি পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সাইফুল ইয়াংওয়ান গ্রুপের ১২ নম্বর ফ্লোরের প্রিন্ট সেকশনের সুপারভাইজার।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সন্ধ্যায় ইয়াংওয়ানে চাকরি শেষে পোষাক কারখানার বাসে করে বাড়িতে আসছিল। গত জানুয়ারীতে জুলধা পাইপের গোড়া বাজার বাদশা মিয়া চৌকিদারের বাড়ির আবদুল সালামের মেয়ে রুমা আকতারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের ৭ মাস ৪ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মারা হলেন সাইফুল।

কর্ণফুলী থানার উপসহকারি পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ‘বড়উঠানের পেট্রোল পাম্পের সামনের রাস্তায় একটি বাস পেছন থেকে সাইফুলকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান।’

পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, নিহত সাইফুল বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল এলাকার জাকের আহমদের ছেলে। তিনি গত ১০ বছর ধরে বড়উঠান ইউনিয়নের খতিবপাড়া এলাকার নানার বাড়িতে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত