Ajker Patrika

নাট-বল্টুর কেজি কোটি টাকা: তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ মার্চ ২০২২, ২০: ৪৫
Thumbnail image

রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিলেটের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (এসএফসিএল) কোটি টাকায় নাট-বল্টু কেনার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) আজ বুধবার তিন সদস্যের এই কমিটি করে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

২০ মার্চ আজকের পত্রিকায় ‘নাট-বল্টুর কেজি কোটি টাকা’ শিরোনামে এসএফসিএলের অনিয়মের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর সারা দেশে বেশ তোলপাড় সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম তো বটেই, বিভিন্ন বেসরকারি চ্যানেলে টক শোতেও এ নিয়ে আলোচনা হয়। এরপর নড়েচড়ে বসে বিসিআইসি কর্তৃপক্ষ। এবার অনিয়মের কারণ অনুসন্ধানে কমিটি করল তারা।

তিন সদস্যের কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিআইসির প্রশাসন বিভাগের চিফ অব পারসোনাল (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাকির হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিসিআইসি ও শিল্প মন্ত্রণালয়ের সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বিসিআইসির মহাব্যবস্থাপক (এমটিএস) ও এমটিএস বিভাগীয় প্রধান আবু সাদেক তালুকদারকে। 

দুর্নীতি সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত