আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে একই কার্যালয়ের অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর পেনশন মঞ্জুরির ফাইল আটকিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুই কর্মচারীকে কারাদণ্ড দিয়ছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবির। গিয়াস উদ্দিনকে সাত বছর ও হুমায়ুন কবিরকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। পরে দুজনকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। দুদকের আইনজীবী মুজিবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় আসামি গিয়াস উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডবিধির ১৬১ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর হুমায়ুন কবিরকে দণ্ডবিধির ১৬১ ধারায় ১ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ১ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০১৬ সালের ১৭ আগস্ট প্রাক্তন সহকর্মীর কাছ থেকে ৭৪ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ফাঁদ পেতে বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরকে আটক করা হয়। একই কার্যালয় থেকে অবসরে যাওয়া উপসহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম ভূঁইয়ার সঙ্গে এ ঘটনা ঘটে। বিষয়টি তিনি দুদকে জানালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান দুই আসামিকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেন।
পরে কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি ও রেজিস্ট্রার বই তল্লাশি করে দুদক। সেখান থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়। দুজনকে হাতেনাতে ধরার পর তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুদক মামলা করে। এই মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
চট্টগ্রামে একই কার্যালয়ের অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর পেনশন মঞ্জুরির ফাইল আটকিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুই কর্মচারীকে কারাদণ্ড দিয়ছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবির। গিয়াস উদ্দিনকে সাত বছর ও হুমায়ুন কবিরকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। পরে দুজনকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। দুদকের আইনজীবী মুজিবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় আসামি গিয়াস উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডবিধির ১৬১ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর হুমায়ুন কবিরকে দণ্ডবিধির ১৬১ ধারায় ১ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ১ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০১৬ সালের ১৭ আগস্ট প্রাক্তন সহকর্মীর কাছ থেকে ৭৪ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ফাঁদ পেতে বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরকে আটক করা হয়। একই কার্যালয় থেকে অবসরে যাওয়া উপসহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম ভূঁইয়ার সঙ্গে এ ঘটনা ঘটে। বিষয়টি তিনি দুদকে জানালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান দুই আসামিকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেন।
পরে কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি ও রেজিস্ট্রার বই তল্লাশি করে দুদক। সেখান থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়। দুজনকে হাতেনাতে ধরার পর তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুদক মামলা করে। এই মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
সিলেটে নতুন ট্রেন চালুসহ তিন দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সিলেটের দক্ষিণ সুরমা রেলগেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রেললাইনের ওপর ১০ মিনিট শুয়ে থেকে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে লোকজন।
২৮ মিনিট আগেমহিদুল ইসলাম জানান, উত্তরা ১০ নম্বর সেক্টরে উইন্ডো গ্রুপে গত ৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৪ অক্টোবর সকাল পর্যন্ত সময়ের মধ্যে ভল্ট থেকে ১ কোটি টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ অক্টোবর উইন্ডো গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হাসিম মিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজার রাশেদ নিজামকে আসামি করে উত্তরা
৩৭ মিনিট আগেযাত্রীদের চাহিদা বিবেচনা করে এমআরটি লাইন-৬ এর চলাচলের সময় এবং ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুসারে— পিক, অফ-পিক ও সুপার অফ-পিক আওয়ারে ৪, ৬ ও ৮ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে।
৪০ মিনিট আগেদাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধ রাসায়নিকের গুদাম, গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে বিচার করা, নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া এবং ঢাকা উত্তরের আবাসিক এলাকায় সব কেমিক্যাল গোডাউন অতি দ্রুত সরানো।
১ ঘণ্টা আগে