আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে একই কার্যালয়ের অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর পেনশন মঞ্জুরির ফাইল আটকিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুই কর্মচারীকে কারাদণ্ড দিয়ছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবির। গিয়াস উদ্দিনকে সাত বছর ও হুমায়ুন কবিরকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। পরে দুজনকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। দুদকের আইনজীবী মুজিবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় আসামি গিয়াস উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডবিধির ১৬১ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর হুমায়ুন কবিরকে দণ্ডবিধির ১৬১ ধারায় ১ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ১ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০১৬ সালের ১৭ আগস্ট প্রাক্তন সহকর্মীর কাছ থেকে ৭৪ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ফাঁদ পেতে বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরকে আটক করা হয়। একই কার্যালয় থেকে অবসরে যাওয়া উপসহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম ভূঁইয়ার সঙ্গে এ ঘটনা ঘটে। বিষয়টি তিনি দুদকে জানালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান দুই আসামিকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেন।
পরে কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি ও রেজিস্ট্রার বই তল্লাশি করে দুদক। সেখান থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়। দুজনকে হাতেনাতে ধরার পর তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুদক মামলা করে। এই মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
চট্টগ্রামে একই কার্যালয়ের অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর পেনশন মঞ্জুরির ফাইল আটকিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুই কর্মচারীকে কারাদণ্ড দিয়ছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবির। গিয়াস উদ্দিনকে সাত বছর ও হুমায়ুন কবিরকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। পরে দুজনকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। দুদকের আইনজীবী মুজিবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় আসামি গিয়াস উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডবিধির ১৬১ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর হুমায়ুন কবিরকে দণ্ডবিধির ১৬১ ধারায় ১ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ১ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০১৬ সালের ১৭ আগস্ট প্রাক্তন সহকর্মীর কাছ থেকে ৭৪ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ফাঁদ পেতে বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরকে আটক করা হয়। একই কার্যালয় থেকে অবসরে যাওয়া উপসহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম ভূঁইয়ার সঙ্গে এ ঘটনা ঘটে। বিষয়টি তিনি দুদকে জানালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান দুই আসামিকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেন।
পরে কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি ও রেজিস্ট্রার বই তল্লাশি করে দুদক। সেখান থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়। দুজনকে হাতেনাতে ধরার পর তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুদক মামলা করে। এই মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
মোহনগঞ্জ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের ছেঁছরাখালী যাচ্ছিল। নৌযানটি ছেঁছরাখালী বাজারের কাছাকাছি পৌঁছালে ধলাই নদীতে প্রবল স্রোতের কারণে তলিয়ে যায়।
১ মিনিট আগেনির্বাচনে সাধারণ গ্রুপে ১২টি, সহযোগী গ্রুপে ৫টি এবং ট্রেড গ্রুপে ২টি পরিচালক পদ রয়েছে। গত ২৩ জুলাই পর্যন্ত এসব পদে মোট ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৭ জন বৈধ প্রার্থী তালিকায় থাকেন। পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৪।
৫ মিনিট আগেপুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, “ছাত্রদের নেতৃত্বে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে ফ্যাসিবাদকে বিতারিত করেছেন। এটি আমাদের একটি বড় অর্জন। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার প্রত্যয় নিতে হবে, তাহলেই এই শহীদের রক্ত সার্থক হবে বলে মনে করি।
১ ঘণ্টা আগেগত বছর কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি অপরাধের মাত্রা অনুযায়ী ৪৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর শিক্ষা
১ ঘণ্টা আগে