রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
গতকাল শুক্রবার রাতে দুই ভাই ফিরেছেন প্রবাস থেকে। আজ শনিবার ভোরে বাবা ও ভাইদের সঙ্গে জড়িয়ে পড়েন বাগ্বিতণ্ডায়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে প্রবাসী দুই ভাইয়ের আঘাতে বড় ভাই, ভাবি, বাবাসহ ঝগড়া থামাতে আসা এক চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্লাহ খোকন বলেন, শনিবার ভোরে ৭ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়ার আম্মার বাপের বাড়ি এলাকার মো. হোসেনের (৬০) বাড়িতে তাঁর সন্তানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাঁর দুই সন্তান দেলোয়ার হোসেন (২৮) ও মোহাম্মদ হেলাল (২৫) গতরাতে প্রবাস থেকে ফিরেছেন। আসার পর পারিবারিক বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে বাবা ও বড় ভাই আনোয়ার হোসেনের (৩০) বাগ্বিতণ্ডা হয়। পরে সকালের দিকে সেটি সংঘর্ষে রূপ নেয়।
ইউপি সদস্য আরও বলেন, এ সময় তাঁরা কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে প্রবাস ফেরত দুই ভাইয়ের কিরিচ ও লাঠির আঘাতে গুরুতর আহত হয় তাদের বাবা, বড় ভাই ও তাঁদের ভাবি নাহিদা আক্তার (২৩)। এ সময় তাঁদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন শামসুল ইসলামের ছেলে চাচাতো ভাই মো. নেজাম (২৭)। তিনিও আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে নেজামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ অভিযুক্ত দেলোয়ার ও হেলালকে আটক করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
গতকাল শুক্রবার রাতে দুই ভাই ফিরেছেন প্রবাস থেকে। আজ শনিবার ভোরে বাবা ও ভাইদের সঙ্গে জড়িয়ে পড়েন বাগ্বিতণ্ডায়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে প্রবাসী দুই ভাইয়ের আঘাতে বড় ভাই, ভাবি, বাবাসহ ঝগড়া থামাতে আসা এক চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্লাহ খোকন বলেন, শনিবার ভোরে ৭ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়ার আম্মার বাপের বাড়ি এলাকার মো. হোসেনের (৬০) বাড়িতে তাঁর সন্তানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাঁর দুই সন্তান দেলোয়ার হোসেন (২৮) ও মোহাম্মদ হেলাল (২৫) গতরাতে প্রবাস থেকে ফিরেছেন। আসার পর পারিবারিক বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে বাবা ও বড় ভাই আনোয়ার হোসেনের (৩০) বাগ্বিতণ্ডা হয়। পরে সকালের দিকে সেটি সংঘর্ষে রূপ নেয়।
ইউপি সদস্য আরও বলেন, এ সময় তাঁরা কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে প্রবাস ফেরত দুই ভাইয়ের কিরিচ ও লাঠির আঘাতে গুরুতর আহত হয় তাদের বাবা, বড় ভাই ও তাঁদের ভাবি নাহিদা আক্তার (২৩)। এ সময় তাঁদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন শামসুল ইসলামের ছেলে চাচাতো ভাই মো. নেজাম (২৭)। তিনিও আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে নেজামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ অভিযুক্ত দেলোয়ার ও হেলালকে আটক করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
রাজশাহীতে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে নগরীর বারো রাস্তার মোড় এলাকা থেকে এ মিছিল বের করেন তাঁরা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের কান্দারচর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ দুপুরে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
৬ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৯ মিনিট আগে২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
১০ মিনিট আগে