Ajker Patrika

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও মিরসরাই সংবাদদাতা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, মিরসরাইয়ের মায়ানী বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা সভ্য রঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)।

মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার তিনজন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডের একটি হোটেলে নাশতা করতে যান। বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাস ধাক্বা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তাঁদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ভোরে সুফিয়া রোড এলাকায় দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরপরই হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে হাইওয়ে পুলিশ ইনচার্জের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

তিন হলে ভোট গণনা শেষ, কেন্দ্রের ফল ১৪ ঘণ্টা পর

বিয়েবাড়িতে ডাকাতি: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ প্রত্যাহার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত