Ajker Patrika

অবরোধের সমর্থনে চবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৩: ৩৬
অবরোধের সমর্থনে চবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শাখা ছাত্রদল। 

আজ সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় তালার সঙ্গে অবরোধ লেখাসংবলিত একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়। 

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘এক দফা দাবিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে চবি ছাত্রদলের নেতা-কর্মীরা। এক দফা দাবি আজ বাংলাদেশের সকল স্তরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এ দাবি আদায়ে সাধারণ শিক্ষার্থীদের শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভোরে তালা দেয় শাখা ছাত্রদল। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মো. আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘তারা (ছাত্রদল) সাইকেলের তালা একটা প্রশাসনিক ভবনের ফটকে ঝুলিয়ে ছবি তুলেছে। আবার তারাই তালা খুলে নিয়ে গেছে। ওখানে আমাদের দুজন নিরাপত্তা প্রহরী দায়িত্বরত ছিল। তারা কোনো তালা দেখেনি বলে জানিয়েছে। তবুও আমরা তাদের কারণ দর্শানোর নোটিশ দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত