নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা ফেরদাউসের ব্যবহৃত নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবির অভিযোগ উঠেছে। প্রতারকচক্র ওই মোবাইলে থাকা নম্বরগুলোতে মেসেজ দিয়ে অনেকের কাছে বিকাশে টাকা দাবি করছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগী সাবেক সংসদ সদস্য।
আজ শনিবার সকাল থেকে এ ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি।
সাবেক সাংসদ আয়েশা ফেরদাউস আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টা থেকে আমার পরিচিত লোকজন আমাকে জানাচ্ছে যে, আমার ব্যবহৃত নম্বর দুটির হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিয়ে তাদের কাছে বিভিন্ন পরিমাণ টাকা দাবি করা হচ্ছে। বিভিন্ন সমস্যা এবং জরুরি প্রয়োজন দেখিয়ে প্রতারকেরা বিকাশে টাকা পাঠানোর জন্য বলছে। আমার নম্বরটি ক্লোন হয়েছে নিশ্চিত হওয়ার পর, এ বিষয়ে হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
প্রতারকদের এমন বিভ্রান্তকর মেসেজ ও টাকা চাওয়ার বিষয়ে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে প্রতারকদের চিহ্নিত করতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এ সংসদ সদস্য।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সংসদ সদস্য তার মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা প্রতারক চক্রকে শনাক্তের জন্য কাজ করছি।’
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা ফেরদাউসের ব্যবহৃত নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবির অভিযোগ উঠেছে। প্রতারকচক্র ওই মোবাইলে থাকা নম্বরগুলোতে মেসেজ দিয়ে অনেকের কাছে বিকাশে টাকা দাবি করছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগী সাবেক সংসদ সদস্য।
আজ শনিবার সকাল থেকে এ ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি।
সাবেক সাংসদ আয়েশা ফেরদাউস আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টা থেকে আমার পরিচিত লোকজন আমাকে জানাচ্ছে যে, আমার ব্যবহৃত নম্বর দুটির হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিয়ে তাদের কাছে বিভিন্ন পরিমাণ টাকা দাবি করা হচ্ছে। বিভিন্ন সমস্যা এবং জরুরি প্রয়োজন দেখিয়ে প্রতারকেরা বিকাশে টাকা পাঠানোর জন্য বলছে। আমার নম্বরটি ক্লোন হয়েছে নিশ্চিত হওয়ার পর, এ বিষয়ে হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
প্রতারকদের এমন বিভ্রান্তকর মেসেজ ও টাকা চাওয়ার বিষয়ে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে প্রতারকদের চিহ্নিত করতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এ সংসদ সদস্য।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সংসদ সদস্য তার মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা প্রতারক চক্রকে শনাক্তের জন্য কাজ করছি।’
নরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
১৫ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
২২ মিনিট আগেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চান্দাইকোনা নাগপাড়া এলাকার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগেশনিবার রাতে জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটকের সময় আট জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ ১০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে