আদালত প্রতিবেদক
চট্টগ্রাম: হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় ইনামুল হাসান ফারুকীর আরও নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হাটহাজারীর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় ফারুকী ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন।
ফারুকী হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব। হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ফারুকী বাবুনগরীর পক্ষে সংবাদমাধ্যমে বিবৃতি ও সংবাদ পাঠাতেন।
এর আগে গত ২২ মে তাঁকে অন্য একটি মামলায় চার দিনের রিমান্ড দিয়েছিল আদালত। ওই মামলার রিমান্ড শেষে আজ বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ।
চট্টগ্রাম আদালতের জেলা পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, হাটহাজারীর দুই মামলায় ১০ দিন করে ২০ দিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক মামলায় পাঁচদিন ও আরেক মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২২ মে হাটহাজারীর আরেক মামলায় তাঁকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। ওই মামলার রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা। মামলাটিতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তবে নিয়ম অনুযায়ী জবানবন্দি গ্রহণ শুরু করতে আরও সময় লাগবে।
হেফাজতের সাবেক আমির আল্লামা আহমেদ শফি হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলারও আসামি তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজত। এ নিয়ে ঢাকার বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ হয়। এর জের ধরে চট্টগ্রামের পটিয়া, হাটহাজারী উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় আকস্মিক রাস্তায় নামে হেফাজত কর্মীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় হাটহাজারী, পটিয়া ও ব্রাহ্মণবাড়িয়ায়। মাদ্রাসার হেফাজত সমর্থিত ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হাটহাজারী থানায় আক্রমণ চালিয়ে থানায় ভাঙচুর করে তারা। এ সময় পুলিশের গুলিতে চারজন নিহত হন।
এ ঘটনায় সাড়ে চার হাজার জনকে আসামি করে এ বছর মার্চ ও এপ্রিলে হাটহাজারীতে ১০টি মামলা করে পুলিশ। মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ নিয়ে ৭৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ছয় জন।
চট্টগ্রাম: হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় ইনামুল হাসান ফারুকীর আরও নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হাটহাজারীর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় ফারুকী ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন।
ফারুকী হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব। হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ফারুকী বাবুনগরীর পক্ষে সংবাদমাধ্যমে বিবৃতি ও সংবাদ পাঠাতেন।
এর আগে গত ২২ মে তাঁকে অন্য একটি মামলায় চার দিনের রিমান্ড দিয়েছিল আদালত। ওই মামলার রিমান্ড শেষে আজ বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ।
চট্টগ্রাম আদালতের জেলা পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, হাটহাজারীর দুই মামলায় ১০ দিন করে ২০ দিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক মামলায় পাঁচদিন ও আরেক মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২২ মে হাটহাজারীর আরেক মামলায় তাঁকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। ওই মামলার রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা। মামলাটিতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তবে নিয়ম অনুযায়ী জবানবন্দি গ্রহণ শুরু করতে আরও সময় লাগবে।
হেফাজতের সাবেক আমির আল্লামা আহমেদ শফি হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলারও আসামি তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজত। এ নিয়ে ঢাকার বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ হয়। এর জের ধরে চট্টগ্রামের পটিয়া, হাটহাজারী উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় আকস্মিক রাস্তায় নামে হেফাজত কর্মীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় হাটহাজারী, পটিয়া ও ব্রাহ্মণবাড়িয়ায়। মাদ্রাসার হেফাজত সমর্থিত ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হাটহাজারী থানায় আক্রমণ চালিয়ে থানায় ভাঙচুর করে তারা। এ সময় পুলিশের গুলিতে চারজন নিহত হন।
এ ঘটনায় সাড়ে চার হাজার জনকে আসামি করে এ বছর মার্চ ও এপ্রিলে হাটহাজারীতে ১০টি মামলা করে পুলিশ। মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ নিয়ে ৭৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ছয় জন।
লালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের বুক সর্টার অর্পনা কুমারীকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের গুরুতর অভিযোগের তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেয়।
১০ মিনিট আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নোয়াগাঁও এলাকার একটি খামারবাড়ি থেকে প্রাণীটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
২৩ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়েছেন। গতকাল রোববার উপজেলার মানপাশা বাজার এলাকা এই ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে