Ajker Patrika

বাঁকখালী নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ৫০
বাঁকখালী নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের বাঁকখালী নদী থেকে মোহাম্মদ ইলিয়াছ (২৮) নামের এক শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে শহরের মাঝির ঘাট এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মোহাম্মদ ইলিয়াছ কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের সোপান বিল্ডিংয়ের ৪০১ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। তিনি আশ্রয়ণ প্রকল্পের উন্নয়নকাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর শাহেনা আকতার পাখি জানান, গত রোববার রাত ১০টার দিকে ইলিয়াছসহ আরও চার-পাঁচজন বন্ধু খুরুশকুল নতুন ব্রিজে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ব্রিজ থেকে পড়ে যান ইলিয়াছ। দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে মাঝির ঘাট পয়েন্টে তাঁর মরদেহ ভেসে ওঠে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রাকিবুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে বুধবার রাতে মোহাম্মদ ইলিয়াসের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাঁতার না জানায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ জানুয়ারি বাঁকখালী নদীর একই পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় মো. শাহ আদিদ (১৭) নামের এক ট্রলার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিহত শাহ আদিদ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. শামসুল আলমের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত