Ajker Patrika

পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ককে পদ থেকে অব্যাহতি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ককে পদ থেকে অব্যাহতি

নানা অনিয়মের অভিযোগে পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ কার্যালয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকীকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এর স্থলে এক নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হলো। 

চিঠিতে আরও বলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে পটিয়া উপজেলা ছাত্রলীগ শাখার সম্মেলন আয়োজনের নির্দেশ প্রদান করা হয়েছে। 
  
এ ব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের বলেন, ‘ছাত্রলীগ একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে পড়াসহ আরও নানা রকম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আমরা তার থেকে এসবের কারণ জানতে চাইলে সে আমাদের কোন সদুত্তর দিতে না পারার কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত