Ajker Patrika

চমেকের তরুণ চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৩৩
চমেকের তরুণ চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের (চমেক) জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) মো. ওয়াহিদুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। আজ সোমবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তরুণ এই চিকিৎসক গত ১৯ আগস্ট আগ্রাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। দুই দিন চমেকে চিকিৎসাধীন থাকার পর গত ২০ আগস্ট বিকেলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার আজগর আলী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়। 

মৃত মো. ওয়াহিদুর রহমানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী সেতু সেনজুতি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চিকিৎসক। ওয়াহিদুর রহমান বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সেকেন্ড ব্যাচের ছাত্র ছিলেন। 

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফায়সাল ইকবাল চৌধুরী তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ওয়াহিদুর রহমান অত্যন্ত মেধাবী একজন চিকিৎসক ছিলেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত