Ajker Patrika

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগীর উপচে পড়া ভিড়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগীর উপচে পড়া ভিড়

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিনিয়ত বাড়ছে রোগীর ভিড়। চিকিৎসা সেবা নিতে প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা রোগীর উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে। এতে রোগীর চাপ বৃদ্ধিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। 
 
চিকিৎসকেরা জানান, গত এক সপ্তাহে হাসপাতালের বহির্বিভাগে প্রায় ৩ হাজার রোগী চিকিৎসা সেবা নিয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার বহির্বিভাগে সাড়ে ৪ শত রোগী চিকিৎসা সেবা নিয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ২৭ হাজার রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। চিকিৎসা সেবার পাশাপাশি এসব রোগীকে দেওয়া হয়েছে বিনা মূল্যে প্রয়োজনীয় সকল ওষুধ। এ ছাড়া হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ২৬৩ জন প্রসূতি মায়ের স্বাভাবিক প্রসব করানো হয়েছে। 

সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী জ্বর, কাশি, সর্দি, অ্যালার্জি ও শ্বাসকষ্ট সহ মৌসুমি রোগে আক্রান্ত। আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর পাশাপাশি রয়েছে বিভিন্ন বয়সের নারী-পুরুষ। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী প্রাথমিক চিকিৎসা শেষে বিনা মূল্যে দেওয়া ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন। কেউ কেউ চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তির পাশাপাশি বিনা মূল্যে করছেন নেবুলাইজার। 

স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা পারভিন আক্তার, সাইফুল ইসলাম, নুর উদ্দিন, ফাতেমা আক্তার, আয়েশা সিদ্দিকী ও সাহাব উদ্দিন বলেন, তারা দুই-তিন আগে মৌসুমি জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে পড়েন। তাই মঙ্গলবার হাসপাতালে চিকিৎসা সেবা নিতে বহির্বিভাগে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে ছিলেন। রোগীর উপচে পড়া ভিড়ের কারণে ঘণ্টাখানেক লাইনে দাঁড়ানোর পর চিকিৎসা সেবা নিতে পেরেছেন তারা। চিকিৎসকের ব্যবস্থাপত্রের পাশাপাশি হাসপাতাল থেকে বিনা মূল্যে পেয়েছেন প্রয়োজনীয় সকল ওষুধ। চিকিৎসাসেবা কালে দায়িত্বরত চিকিৎসক রোগের বিস্তারিত বিবরণ শোনার পাশাপাশি আন্তরিকভাবে চিকিৎসা সেবা প্রদান করায় সন্তুষ্ট তারা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার প্রতি উপজেলার রোগীদের আস্থা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে প্রতিদিন বহির্বিভাগের সামনে ভিড় করছেন শত শত রোগী। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর এক-তৃতীয়াংশ মৌসুমি জ্বর, সর্দি কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তবে এসব রোগীর পাশাপাশি বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে ভিড় করছেন প্রসূতিরা। ঋতু পরিবর্তনের কারণে এসব মৌসুমি জ্বর হচ্ছে বলে জানান তিনি। আর এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত