Ajker Patrika

ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দীন চৌধুরী মারা গেছেন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্প উদ্যোক্তা এম জালাল উদ্দিন চৌধুরী (৮২) মারা গেছেন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ব্যাংককের সামিতেভেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। 

নিহতের মরদেহ ব্যাংকক থেকে দেশে নিয়ে আসার পর জানাজার সময় জানিয়ে দেওয়া হবে। তাঁকে মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিরসরাইয়ের সাংসদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মাহবুব আলম, মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কালু কুমার দে, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত