Ajker Patrika

বিদ্যালয়ের খোলা বারান্দা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২৪, ১৯: ২৫
বিদ্যালয়ের খোলা বারান্দা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী 

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন থেকে পড়ে নিপা বিশ্বাস (১১) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ সোমবার বেলা ২টার দিকে বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী প্রবর্ত্তক হেম-পঙ্কজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

আহত শিক্ষার্থী নিপা পূর্ব গোমদণ্ডী ৪ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ার শ্যামল বিশ্বাসের মেয়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক কান্তা অধিকারী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপ্রিয়া বিশ্বাস বলেন, দুপুরে টিফিন বিরতির সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিপা বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার বারান্দায় খেলছিল। এ সময় সে বারান্দা থেকে পড়ে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চমেক হাসপাতালে পাঠান চিকিৎসক। নিপা হাতে-পিঠে ও মাথায় আঘাত পেয়েছে।

প্রধান শিক্ষক লাকী শীল তিন দিন ধরে ছুটিতে রয়েছেন জানিয়ে বলেন, বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার বারান্দায় নিরাপত্তা রেলিংয়ের কাজ সম্পন্ন করেনি ঠিকাদার। ফলে এ দুর্ঘটনা ঘটল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত