কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি
‘বেলজিয়ামের রানি আমাদের কথা শুনেছেন, একই সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন। আমরা ওনার মতো বড় একজন মানুষের সঙ্গে দেখা ও কথা বলতে পেরে অনেক খুশি। তিনি আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’
এসব কথা জানান কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের নারী সমশিদা বেগম।
আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করছেন বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাথিলডে। সকালে ঢাকা থেকে বিশেষ একটি বিমানে তিনি কক্সবাজারে এসে পৌঁছান।
বিমানবন্দর থেকে রানিকে সরাসরি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৩ নম্বর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি রোহিঙ্গা শিশুদের একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে পাঠ্য কার্যক্রম নিয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি রোহিঙ্গা শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান রানি।
পরে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি সেন্টারে নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও লিঙ্গবৈষম্য প্রতিরোধে কাজ করা রোহিঙ্গা নারীদের সঙ্গে মতবিনিময় করেন রানি মাথিলডে। মতবিনিময়কালে তিনি রোহিঙ্গা নাগরিকদের পাশে থাকার আশ্বাস দেন।
৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নারীদের ওমেন মার্কেটও পরিদর্শন করেন রানি, সেখানে ক্যাম্পে কর্মরত বেলজিয়ামের স্বেচ্ছাসেবকদের সঙ্গে দুপুরের খাবার খান তিনি। এ ছাড়া ৪ /এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি পাবলিক হেলথ সেন্টারে মানসিক স্বাস্থ্য নিয়ে আয়োজিত কর্মশালায় অংশ নেন রানি।
বিকেল ৪টা নাগাদ উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে সন্ধ্যা ৬টায় কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার কথা রানির।
বেলজিয়ামের রানির সফরসঙ্গী তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, রানির এই সফর রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সহায়ক ভূমিকা রাখবে।
এ সময় তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমলসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্টের পরে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন প্রদেশ থেকে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবির এবং নোয়াখালীর ভাসানচরে প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে।
‘বেলজিয়ামের রানি আমাদের কথা শুনেছেন, একই সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন। আমরা ওনার মতো বড় একজন মানুষের সঙ্গে দেখা ও কথা বলতে পেরে অনেক খুশি। তিনি আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’
এসব কথা জানান কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের নারী সমশিদা বেগম।
আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করছেন বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাথিলডে। সকালে ঢাকা থেকে বিশেষ একটি বিমানে তিনি কক্সবাজারে এসে পৌঁছান।
বিমানবন্দর থেকে রানিকে সরাসরি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৩ নম্বর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি রোহিঙ্গা শিশুদের একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে পাঠ্য কার্যক্রম নিয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি রোহিঙ্গা শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান রানি।
পরে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি সেন্টারে নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও লিঙ্গবৈষম্য প্রতিরোধে কাজ করা রোহিঙ্গা নারীদের সঙ্গে মতবিনিময় করেন রানি মাথিলডে। মতবিনিময়কালে তিনি রোহিঙ্গা নাগরিকদের পাশে থাকার আশ্বাস দেন।
৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নারীদের ওমেন মার্কেটও পরিদর্শন করেন রানি, সেখানে ক্যাম্পে কর্মরত বেলজিয়ামের স্বেচ্ছাসেবকদের সঙ্গে দুপুরের খাবার খান তিনি। এ ছাড়া ৪ /এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি পাবলিক হেলথ সেন্টারে মানসিক স্বাস্থ্য নিয়ে আয়োজিত কর্মশালায় অংশ নেন রানি।
বিকেল ৪টা নাগাদ উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে সন্ধ্যা ৬টায় কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার কথা রানির।
বেলজিয়ামের রানির সফরসঙ্গী তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, রানির এই সফর রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সহায়ক ভূমিকা রাখবে।
এ সময় তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমলসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্টের পরে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন প্রদেশ থেকে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবির এবং নোয়াখালীর ভাসানচরে প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে