কুমিল্লা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনায় দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। তাঁরা দুজন আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে ডিবি।
আজ মঙ্গলবার ১১ (মার্চ) দুপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান।
সংবাদ সম্মেলনে এসপি বলেন, সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ মাঠে কাজ শুরু করে। বিভিন্ন তথ্যর ভিত্তিতে গতকাল সোমবার (১০ মার্চ) সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
এ সময় মহাসড়কের দাউদকান্দির মোহনপাম্প এলাকায় আন্তজেলা ডাকাত দলের সদস্যদের অবস্থান করার তথ্য পাওয়া যায়। পুলিশের অভিযানে মো. মামুন (৩৭) নামের আন্তজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়। তিনি দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের বাসিন্দা। পরে মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী মো. আরিফকে (৩১) আটক করা হয়। আরিফ চট্টগ্রামের ডবলমুড়িং থানার মনসুরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামে ভাড়া থাকেন।
অভিযানে আটক মামুন ও আরিফের বাসাসহ বিভিন্ন স্থান থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে দাউদকান্দি থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে চারটি ডাকাতির মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাশেদুজ্জামান ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনায় দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। তাঁরা দুজন আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে ডিবি।
আজ মঙ্গলবার ১১ (মার্চ) দুপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান।
সংবাদ সম্মেলনে এসপি বলেন, সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ মাঠে কাজ শুরু করে। বিভিন্ন তথ্যর ভিত্তিতে গতকাল সোমবার (১০ মার্চ) সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
এ সময় মহাসড়কের দাউদকান্দির মোহনপাম্প এলাকায় আন্তজেলা ডাকাত দলের সদস্যদের অবস্থান করার তথ্য পাওয়া যায়। পুলিশের অভিযানে মো. মামুন (৩৭) নামের আন্তজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়। তিনি দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের বাসিন্দা। পরে মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী মো. আরিফকে (৩১) আটক করা হয়। আরিফ চট্টগ্রামের ডবলমুড়িং থানার মনসুরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামে ভাড়া থাকেন।
অভিযানে আটক মামুন ও আরিফের বাসাসহ বিভিন্ন স্থান থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে দাউদকান্দি থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে চারটি ডাকাতির মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাশেদুজ্জামান ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ।
রাজধানীর লালবাগ থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ মিনিট আগেসিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. আলতাব হোসেন বলেছেন, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধন ও পুনর্বাসনও হয়। আজ রোববার হবিগঞ্জ জেলা কারাগার প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলতাব হোসেন এসব কথা বলেন। জেলা কারাগার কর্তৃপক্ষ এই আয়োজন করে।
১৪ মিনিট আগেচাকরি স্থায়ী করাসহ সাত দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাজশাহী কার্যালয়ের অস্থায়ী কর্মচারীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরের লক্ষ্মীপুর এলাকায় সড়ক ভবনের ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বাড়ি ভাতা প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ে থালা হাতে ভুখা মিছিল করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটির আয়োজনে এ ভুখা মিছিল বের করা হয়।
১ ঘণ্টা আগে