Ajker Patrika

৫০ শতাংশ শিশুর শারীরিক জটিলতা

ফায়সাল করিম, চট্টগ্রাম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৩৩
৫০ শতাংশ শিশুর শারীরিক জটিলতা

করোনায় অনলাইনে ক্লাস করে আর বাড়িতে গেম খেলেই বেশির ভাগ সময় কেটেছে অনেক শিক্ষার্থীর। এতে তাদের ডিজিটাল ডিভাইসে নির্ভরতা হয়েছে ৩ গুণ। সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টি ওঠে এসেছে। এতে দেখা গেছে, অতি মাত্রায় ডিভাইস ব্যবহারকারীদের ৫০ শতাংশই আক্রান্ত হয়েছে দৃষ্টি ও মস্তিষ্কজনিত নানা সমস্যায়।

‘কম্পিউটার ভিশন সিনড্রোম অ্যামাং চিলড্রেন ডিউরিং দ্য কোভিড-নাইন্টিন প্যান্ডেমিক’ শীর্ষক এই গবেষণায় শিক্ষার্থীদের ডিভাইস ব্যবহারের নানা ক্ষতিকর দিক তুলে আনা হয়েছে। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেসের (আইএএইচএস) সহযোগী অধ্যাপক ডা. চিন্ময় মল্লিক গবেষণাটি পরিচালনা করেছেন। তিনি জানান, এ বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত নগরের ২৫ টি স্কুলের ১৬৪ অভিভাবক ও শিক্ষার্থীর ওপর এটি চালানো হয়। এতে দেখা গেছে আগে এসব শিশুরা দিনে গড়ে সর্বোচ্চ ২ ঘণ্টা ডিভাইসে থাকলেও করোনার সময় তারা ৬ ঘণ্টা পর্যন্ত স্ক্রিনে ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের আবাসিক সার্জন সুব্রত দাশও বলেন, বহির্বিভাগে আসা রোগীদের মধ্যে কম্পিউটার ভিশন সিনড্রোমে আক্রান্ত শিশু রোগী অন্তত ৫০ শতাংশ বেড়েছে। এখন এখানে দিনে ২৫০ রোগীর মধ্যে ৫০ জন শিশুর চোখ ব্যথা, মাথাব্যথা, শুষ্ক চোখসহ নানা জটিলতা দেখা যাচ্ছে।

সোমবার হাসপাতালের এই বিভাগে ৬ বছরের ছেলেকে নিয়ে এসেছিলেন ব্যবসায়ী মো. হারুন। তিনি বলেন, ‘গত এক মাস ধরে চোখের পানি শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগছে আমার ছেলে শাহীন। চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত মোবাইল ব্যবহারেই এই সমস্যা দেখা দিয়েছে। করোনায় বাসায় বন্দী থাকায় টানা অনলাইন ক্লাস আর মোবাইলে বেশি সময় কাটিয়েছিল সে।’

নগরের বেসরকারি একটি ক্লিনিকে মেয়ের চোখ দেখাতে এসেছিলেন ব্যাংক কর্মকর্তা নুরুল হক। তিনি বলেন, ‘আমার মেয়ে বন্ধে টানা অনলাইনে ক্লাস করেছে। দিনে মোবাইল ব্যবহার করেছে ৪–৫ ঘণ্টার মতো।’

গবেষণাতে অংশ নেওয়া শিশুদের অন্তত ৫০ শতাংশের কম্পিউটার ভিশন সিনড্রোম বা চোখ ও মস্তিষ্কের এমন নানা জটিলতায় আক্রান্ত হওয়ার বিষয়টি উঠে এসেছে।

চিন্ময় মল্লিক বলেন, অংশগ্রহণকারীদের ২৫ শতাংশের হালকা, ১২.৯ শতাংশের সহনীয়, এবং ১২.১ শতাংশের তীব্র মাত্রায় কম্পিউটার ভিশন সিনড্রোম পাওয়া গেছে। মূল উপসর্গ ছিল চোখে চুলকানি (৫৩ শতাংশ) ও মাথা ব্যথা (৫২ শতাংশ)। এসবের সঙ্গে সঙ্গে তাদের ৫ শতাংশ ভুগেছে দৃষ্টিবিভ্রমে ও ১৯ শতাংশ মনযোগহীনতায়।

চিন্ময় মল্লিক জানান, জরিপে অংশ নেওয়াদের মধ্যে দিনে পাঁচ ঘণ্টার বেশি ডিভাইস ব্যবহারকারী পাওয়া গেছে প্রায় ৪৫ জন বা ৩৭ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত