Ajker Patrika

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গত ৮ জুলাই আজকের পত্রিকা অনলাইনে ‘হুজুর বেয়াদবি কাজ করেছে, তাই পালিয়ে যাচ্ছি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা বখতিয়ার পাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার নির্বাহী পরিচালক আবু হানিফ নোমান স্বাক্ষরিত এক পত্রে এ প্রতিবাদ জানান। 

এতে তিনি উল্লেখ করেন, মাদ্রাসা কর্তৃপক্ষের কোনোরূপ বক্তব্য না নিয়ে বা প্রকৃত ঘটনা যাচাই-বাছাই না করে প্রতিবেদক একপেশে সংবাদ প্রকাশ করে আমাদের সুনাম ক্ষুণ্ন করেছেন। আসল ঘটনা গত ৬ জুলাই মাদ্রাসার ২য় শ্রেণির এক আবাসিক শিক্ষার্থী পালিয়ে গেলে স্থানীয় এক মুদি দোকানি আটকিয়ে রেখে ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষকের নামে মিথ্যা বক্তব্য ভিডিও করে সাংবাদিকদের কাছে দেন। পরে খবর পেয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে নিয়ে আসি। 

প্রতিবেদকের বক্তব্য: 
পশ্চিমচাল এলাকায় একটি শিশু পাওয়া গেছে শুনে প্রতিবেদক ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন শিশুটির একটি ভিডিওসহ ঘটনার বর্ণনা দেন। মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, শিশুটির মা ও স্থানীয়দের বক্তব্য নিয়ে সংবাদটি প্রকাশিত হয়েছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত