লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সরকারি কলেজের এক ছাত্রীকে কুপিয়ে ও ইট মেরে আহত করা হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণ অন্য কলেজের ছাত্র হলেও ওই সরকারি কলেজের পোশাক পড়ে ক্লাসে যেতেন বলে জানিয়েছে তাদের সহপাঠীরা।
কলেজছাত্রীর পরিবার বলছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এমন ঘটনা ঘটিয়েছে ওই তরুণ ও তার বন্ধুরা।
আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের সামাদ স্কুল দিঘী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত তরুণ দালালবাজার ডিগ্রি কলেজের ছাত্র।
ভুক্তভোগী কলেজছাত্রীর মামা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনি কলেজে ক্লাসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গাড়ি থেকে নেমে সামাদ স্কুল মোড় থেকে সে হেঁটেই কলেজে যাচ্ছিল। এ সময় ওই ছেলে আমার ভাগনির মাথায় ইট মারে। তার সঙ্গে আরও ১০-১২ জন ছেলে ছিল। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথার সামনের অংশেও আঘাত করেছে।’
ভুক্তভোগী কলেজছাত্রীর মা বলেন, ‘ওই ছেলে আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সে এ ঘটনাটি ঘটিয়েছে। কে বা কারা আমার মেয়েকে হাসপাতালের ইমার্জেন্সিতে এনে ফেলে রেখে গেছে। এই হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুর সরকারি কলেজের এক ছাত্রীকে কুপিয়ে ও ইট মেরে আহত করা হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণ অন্য কলেজের ছাত্র হলেও ওই সরকারি কলেজের পোশাক পড়ে ক্লাসে যেতেন বলে জানিয়েছে তাদের সহপাঠীরা।
কলেজছাত্রীর পরিবার বলছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এমন ঘটনা ঘটিয়েছে ওই তরুণ ও তার বন্ধুরা।
আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের সামাদ স্কুল দিঘী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত তরুণ দালালবাজার ডিগ্রি কলেজের ছাত্র।
ভুক্তভোগী কলেজছাত্রীর মামা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনি কলেজে ক্লাসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গাড়ি থেকে নেমে সামাদ স্কুল মোড় থেকে সে হেঁটেই কলেজে যাচ্ছিল। এ সময় ওই ছেলে আমার ভাগনির মাথায় ইট মারে। তার সঙ্গে আরও ১০-১২ জন ছেলে ছিল। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথার সামনের অংশেও আঘাত করেছে।’
ভুক্তভোগী কলেজছাত্রীর মা বলেন, ‘ওই ছেলে আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সে এ ঘটনাটি ঘটিয়েছে। কে বা কারা আমার মেয়েকে হাসপাতালের ইমার্জেন্সিতে এনে ফেলে রেখে গেছে। এই হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মাদারীপুরে বালু ব্যবসার জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৯ জনের নামে মামলা করা হয়েছে। আজ রোববার (৯ মার্চ) সকালে মাদারীপুর সদর মডেল থানায় মামলাটি করেন নিহত সাইফুলের মা সুফিয়া বেগম। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী শিশু আব্দুর রহমানকে উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় সাজমুন নাহার (৪০) নামের এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগেছাত্রলীগ নেতা আমিনুল আগে একাধিক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। একের পর এক ডাকাতির ঘটনায় জেলা পুলিশের কয়েকটি টিমের যৌথ তদন্তে আন্তবিভাগ ডাকাল দলের সদস্যরা শনাক্ত হন। অভিযান চালিয়ে ২০২৩ সালের ৯ নভেম্বর আমিনুলসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
৪৩ মিনিট আগেচাঁদপুরে সাহরির সময় খাবার গরম করতে লাইনের গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে শহরের কোড়ালিয়ায় সাহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে