রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের হাতে অপহৃত পাঁচ মারমা যুবককে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশের অভিযানে অপহরণের ২৪ ঘণ্টা পর গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া যুবকেরা জানিয়েছেন, বৃষ্টির পানিতে ব্যাঙ ধরতে গিয়ে এত বড় বিপদে পড়েন তাঁরা। সন্ত্রাসীরা তাঁদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
উদ্ধার যুবকেরা হলেন পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা ও চসিং মারমা। তাঁরা সবাই চন্দ্রঘোনা থানার আমতলীপাড়া এলাকার বাসিন্দা।
তাঁরা পুলিশকে জানান, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রঘোনা থানার আমতলীপাড়া এলাকা থেকে তাঁরা বৃষ্টির পানিতে ব্যাঙ শিকার করার জন্য বের হন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার লালারখীল এলাকায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের জিম্মি করে গহিন পাহাড়ের ভেতরে নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে রাখে। তাঁদের একজনের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে ৩১ মে রাত ৯টার দিকে সন্ত্রাসীরা তাঁদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরিবারের কাছে মৌখিক অভিযোগ পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ অভিযান শুরু করে এবং উদ্ধার হন তাঁরা।
এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, অভিযোগ পেয়ে রাতেই অভিযান শুরু করেন তাঁরা ৷ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে মোবাইল ট্রেকিং করে ভুক্তভোগীদের অবস্থান শনাক্ত করে পদুয়া ইউনিয়নের নারিশ্চা রাস্তা হয়ে বড়খোলা মগপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এরপর মহিষেরবাম এলাকার ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে অভিযান চালানো হয়। পরে মহিষেরবাম এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের হাতে অপহৃত পাঁচ মারমা যুবককে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশের অভিযানে অপহরণের ২৪ ঘণ্টা পর গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া যুবকেরা জানিয়েছেন, বৃষ্টির পানিতে ব্যাঙ ধরতে গিয়ে এত বড় বিপদে পড়েন তাঁরা। সন্ত্রাসীরা তাঁদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
উদ্ধার যুবকেরা হলেন পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা ও চসিং মারমা। তাঁরা সবাই চন্দ্রঘোনা থানার আমতলীপাড়া এলাকার বাসিন্দা।
তাঁরা পুলিশকে জানান, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রঘোনা থানার আমতলীপাড়া এলাকা থেকে তাঁরা বৃষ্টির পানিতে ব্যাঙ শিকার করার জন্য বের হন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার লালারখীল এলাকায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের জিম্মি করে গহিন পাহাড়ের ভেতরে নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে রাখে। তাঁদের একজনের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে ৩১ মে রাত ৯টার দিকে সন্ত্রাসীরা তাঁদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরিবারের কাছে মৌখিক অভিযোগ পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ অভিযান শুরু করে এবং উদ্ধার হন তাঁরা।
এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, অভিযোগ পেয়ে রাতেই অভিযান শুরু করেন তাঁরা ৷ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে মোবাইল ট্রেকিং করে ভুক্তভোগীদের অবস্থান শনাক্ত করে পদুয়া ইউনিয়নের নারিশ্চা রাস্তা হয়ে বড়খোলা মগপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এরপর মহিষেরবাম এলাকার ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে অভিযান চালানো হয়। পরে মহিষেরবাম এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
২ ঘণ্টা আগেকিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
২ ঘণ্টা আগেজমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে রয়েছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম
২ ঘণ্টা আগেশিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
৪ ঘণ্টা আগে