Ajker Patrika

চমেকে রোগীর স্বজন ও আনসার সদস্যদের মধ্যে মারামারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
চমেকে রোগীর স্বজন ও আনসার সদস্যদের মধ্যে মারামারি

(চমেক) রোগীর স্বজন ও দায়িত্বরত আনসার সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

রোগীর স্বজনদের অভিযোগ, আনসার সদস্যরা বিনা কারণে তাঁদের মারধর করেছেন। অন্যদিকে আনসার সদস্যদের অভিযোগ, রোগী দেখার সময় পার হওয়ার কারণে ঢুকতে না দেওয়ায় দায়িত্বরত আনসার সদস্যের ওপর হামলা করেন রোগীর স্বজনেরা। 

রোগীর মেয়ের জামাই নাছির উদ্দিন আজকের পত্রিকাকে জানান, মারধরের শিকার দুজনের নাম মো. হানিফ ও মো. রাসেল। তাঁরা নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকার রফিকের পুত্র। তাঁদের মা রিজিয়া বেগম ১৩ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর বেডে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি আছেন। 

তাঁরা মায়ের দেখাশোনা করার জন্য ওয়ার্ডে বিভিন্ন সময়ে প্রবেশ করেন। কিন্তু ওয়ার্ডের প্রবেশ গেটে কর্তব্যরত আনসার সদস্যদের প্রবেশ করার জন্য প্রতিবার ২০ টাকা করে দিতে হয়। দুই ভাই মাকে দেখার জন্য ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত আনসার সদস্য ২০ টাকা দাবি করলে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনসার সদস্যরা তাঁদের মারধর করেন। 

বাংলাদেশ আনসার ভিডিপি চট্টগ্রাম উত্তর জোনের দায়িত্বরত পরিচালক সাইফুজ্জামান চৌধুরী বলেন, বহিরাগতদের নিয়ে ওই যুবকেরা ওয়ার্ডে ঢোকার চেষ্টা করলে আনসার সদস্যরা বাধা দেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কি করলে এ ঘটনার সূত্রপাত হয়। 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষই মারামারি করেছে। অপরাধ দুই পক্ষেরই আছে। তাঁরা পরে এসে মীমাংসা করে ফেলেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত