Ajker Patrika

নোয়াখালীর ৯ উপজেলার সব কমিটি বিলুপ্ত ঘোষণা জেলা বিএনপির

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর মাইজদীতে আজ সোমবার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিত সভা হয়। ছবি: আজকের পত্রিকা
নোয়াখালীর মাইজদীতে আজ সোমবার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিত সভা হয়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী জেলা বিএনপির আওতাধীন ৯টি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে মাইজদীতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্যসচিব মো. হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় এই সভা হয়।

জানা গেছে, বিএনপির জেলা কমিটির আওতাধীন ৯টি উপজেলা, ৮টি পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি বিলুপ্ত করা হয়। গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী তিন মাসের মধ্যে এসব কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে। এ ছাড়া প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ১০০ জন সদস্য নির্বাচিত করা হবে। যাদের ভোটে ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব নির্বাচিত করার সিদ্ধান্ত হয়েছে।

পরিচিতি সভায় বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

নোয়াখালীতে খালের ওপরের শতাধিক অবৈধ স্থাপনা, বাঁধ ও সড়ক উচ্ছেদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত