Ajker Patrika

চলন্ত ট্রেনের বগিতে উঠতে গিয়ে পা হারাল শিশু 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৯: ৩৩
চলন্ত ট্রেনের বগিতে উঠতে গিয়ে পা হারাল শিশু 

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের দোহাজারী রেলওয়ে স্টেশনে তেলবাহী বগিতে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে এক শিশুর পা বিচ্ছিন্ন হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে দোহাজারী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পা হারানো শিশুর নাম সাইমন (১০)। সে দোহাজারী পৌরসভার ঈদপুকুরিয়া গ্রামের প্রবাসী সাইফুল আলমের ছেলে ও দোহাজারী কাছেমুল উলুম মাদরাসার কিতাবখানার ছাত্র।

দোহাজারী রেলওয়ে স্টেশনমাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, বেলা সাড়ে ৩টার দিকে তেলবাহী বগি দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় সেখানে খেলতে থাকা সাইমন লাফ দিয়ে বগিতে ওঠার চেষ্টাকালে সে বগির ফাঁকে পড়ে যায়। এ সময় তেলবাহী বগির চাকায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়।

এর আগে, আজ সকালে পাথরবোঝাই বগিতে লাফ দিয়ে ওঠার সময় একই এলাকার ফারুক নামে ১০ বছরের আরেক শিশু আহত হয় বলে জানায় স্থানীয়রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত