Ajker Patrika

চসিকের কাউন্সিলর ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চসিকের কাউন্সিলর ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

তথ্য গোপন ও ৯৪ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে এই মামলা করেন। 

অভিযুক্তরা হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু (৬৪) ও তাঁর স্ত্রী আয়েশা ছিদ্দিকা (৫২)। 

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) এবং দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি সলিম উল্লাহ বাচ্চু কর্তৃক অসাধু উপায়ে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টা করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে আয়কর নথিতে ও পরবর্তীতে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তাঁদের অর্জিত সম্পদের আয়ের উৎস হিসেবে মিথ্যা/ভিত্তিহীন ব্যবসা দেখানো ও মৎস্য চাষ দেখিয়ে ৯৪ লাখ ৩৮ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

এর আগে ২০১৯ সালের ২৭ মার্চ দুদক বরাবরে সম্পদ বিবরণী দাখিল করেন আসামি আয়েশা ছিদ্দিকা। সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার তথ্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত