Ajker Patrika

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি 

কুবি প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৭: ০২
রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের কাছে শিক্ষক ও ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে দুটি পৃথক স্মারকলিপি জমা দেন তাঁরা। 

এতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, শিক্ষক ও ছাত্ররাজনীতিসহ সব ধরনের রাজনীতি বন্ধ রাখতে হবে। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবিরসহ ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাস শিক্ষার্থীদের একনিষ্ঠ দাবি। কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। 

আরও বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যাতে রাজনৈতিক কোনো দলের কর্মী দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে প্রশাসনের সুদৃষ্টি রাখতে হবে। অতিসত্বর প্রশাসনকে ক্যাম্পাসে শিক্ষক ও ছাত্ররাজনীতিমুক্ত করার জন্য পদক্ষেপ নিতে হবে। 

এ বিষয়ে শিক্ষার্থী রকিবুল হাসান সোহাগ বলেন, ‘আমরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চাই না। ছাত্ররাজনীতির কোনো প্রয়োজন ক্যাম্পাসে আমরা অনুভব করছি না। তাই আমরা চাই, সব প্রকার রাজনীতি বন্ধ করে দেওয়া হোক।’ 

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসেইন বলেন, ‘আমাদের আন্দোলন সব বৈষম্যের বিরুদ্ধে। যা এখনো চলমান। আমরা চাই না বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্র কেউ দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকুক। এর জন্যই আমরা আজ প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত