Ajker Patrika

যুক্তরাজ্যফেরতদের কোয়ারেন্টিনের জন্য দুই হোটেল

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

চট্টগ্রাম: যুক্তরাজ্য থেকে চট্টগ্রামে আসা যাত্রীদের কোয়ারেন্টিন ও আইসোলেশন নিশ্চিত করতে দুটি হোটেল এবং একটি হাসপাতাল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসা যাত্রীরা নিজ খরচে এই দুটি হোটেলে থাকছেন। আর যাদের নেগেটিভ সার্টিফিকেট নেই তারা অন্য একটি হাসপাতালে আইসোলেশনে থাকছেন।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন আসিফ খান আজকের পত্রিকাকে জানান, যাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট আছে, এসব যাত্রী নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। নগরের স্টেশন রোডের হোটেল দি এলিনা ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সংলগ্ন হোটেল আল ইমামে তারা কোয়ারেন্টিনে থাকছেন। এছাড়া যাদের নেগেটিভ সার্টিফিকেট নেই তারা রেলওয়ে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

এখনও যাত্রীর সংখ্যা কম। তবে বৃদ্ধি পেলে পরবর্তীতে অন্য হোটেলের ব্যবস্থা করা হবে বলে জানান আসিফ খান।

চলতি মাসের শুরুতে করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে যুক্তরাজ্য বাদে ইউরোপ এবং আরও ১২টি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ অবস্থায় চলতি মাসের শুরু থেকে যুক্তরাজ্যফেরত যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। যুক্তরাজ্যফেরত যাত্রীদের নিজ খরচ কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত