Ajker Patrika

শেখ হাসিনা প্রতিহিংসা রাজনীতির চর্চা করেন না: অর্থ প্রতিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেখ হাসিনা প্রতিহিংসা রাজনীতির চর্চা করেন না: অর্থ প্রতিমন্ত্রী

উন্নয়নের রাজনীতি ঐক্যের, প্রতিহিংসার নয় বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসা রাজনীতির চর্চা করেন না। তিনি উন্নয়নের রাজনীতির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’ 

গতকাল শনিবার চট্টগ্রামের বারশত ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিল ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ওয়াসিকা আয়শা খান বলেন, ‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়ন বিস্ময়। আনোয়ারা নিজ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। উন্নয়নের ছোঁয়া আনোয়ারায়ও প্রসারিত হবে। চলমান উন্নয়ন প্রকল্পের তদারকির দায়িত্ব জনপ্রতিনিধিদের পাশাপাশি জনগণেরও। সবার সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উন্নয়ন প্রকল্পসমূহের সঠিক বাস্তবায়ন সম্ভব।’ 

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেল নির্মাণের মাধ্যমে আনোয়ারাকে শহরের আরও কাছে নিয়ে গেছেন, যা আনোয়ারা তথা সমগ্র দক্ষিণ চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের ভূমিকা রেখেছে। বঙ্গবন্ধুর কন্যা আমাদের শিখিয়েছেন, উন্নয়নের মাধ্যমে কীভাবে জনগণের কাছে আসা যায়। অন্ধকার বাংলাদেশ থেকে সমৃদ্ধ বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে নিরলসভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।’ 

ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন–চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর চৌধুরী, ডা. নাসির উদ্দিন মাহমুদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত