Ajker Patrika

চট্টগ্রাম ১৬: আ.লীগের প্রার্থী মোস্তাফিজুরের বিরুদ্ধে ইসির মামলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪: ১৯
চট্টগ্রাম ১৬: আ.লীগের প্রার্থী মোস্তাফিজুরের বিরুদ্ধে ইসির মামলা

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বাঁশখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বাদী হয়ে মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এই মামলা দায়ের করেন। নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আদালত সমন জারি করেছে।

এর আগে গত রোববার নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এমপি মোস্তাফিজের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। 

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে চট্টগ্রাম জেলা ও বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়ের করতে বলা হয়।

সাংবাদিককে মারধর ও নাজেহালসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী আচরণবিধি আইনের ৮ (খ) ধারায় এমপি মোস্তাফিজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে। 

আদালত ফৌজদারি কার্যবিধি, ২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করেন এবং অপরাধ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন। একই সঙ্গে তাঁকে আগামী ৩ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। 

মামলা পরিচালনা করেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, আদালত মামলাটি রেকর্ড করেছেন।

মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত