নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কোনো ধরনের হুমকি না থাকলেও চট্টগ্রামে ঈদুল ফিতর ও পয়লা বৈশাখে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকছে। নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাদাপোশাকে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা মাঠে থাকবেন। আজ সোমবার নগরীর দামপাড়া পুলিশ লাইনসের সম্মেলনকক্ষে এসব কথা বলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।
কৃষ্ণপদ রায় বলেন, ‘কোনো ধরনের দৃশ্যমান ঝুঁকি নেই। তবে সতর্কতা আছে। অতীতের বিষয়গুলো মাথায় রেখে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করব। আমাদের ঝুঁকি নেই; তবে প্রস্তুতি থাকবে।’
তিনি বলেন, ‘আমরা সব সময় সতর্ক আছি। সাময়িক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন জায়গায়, তা আমাদের দৃষ্টিতে আছে। সেটার প্রেক্ষিতে কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। আশা করি, কোনো ধরনের বিপর্যয় হবে না। আর যদি কেউ বিপর্যয় ঘটাতে আসে; তাহলে আমরা সার্থকভাবে মোকাবিলা করতে পারব।’
সিএমপি কমিশনার বলেন, ‘কোনো অনুষ্ঠানই সন্ধ্যা ৬টার পর করা যাবে না। সেটা কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা করা হবে। আমরা যেটা পরামর্শ দিয়েছি, অনুষ্ঠানস্থলের নিরাপত্তাবেষ্টনী নির্মাণ করা। ক্ষেত্র বিশেষে মহিলা ও পুরুষের আলাদা যাতায়াতের পথ রাখা এবং নিজস্ব ভলান্টিয়ার রাখা, যারা অংশগ্রহণ করবেন তাঁরা অতিরিক্ত ব্যাগ-পুঁটলি নিয়ে আসবেন না। ক্লোজ সার্কিট ক্যামেরা দেওয়া, তাহলে পরবর্তী কোনো ঘটনা ঘটলে সেটার অনুসন্ধানের জন্য কাজে আসবে।’
এ সময় সংস্কৃতিজন কামরুল হাসান বাদল সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশনার আপত্তি জানালে সিএমপি কমিশনার নানা পারিপার্শ্বিক সমস্যার কথা তখন তুলে ধরেন।
কৃষ্ণপদ রায় বলেন, ‘ঈদের পরপরই অনুষ্ঠান হওয়ার কারণে খুব কমসংখ্যক পুলিশ সদস্য ছুটিতে থাকবেন। এ ছাড়া যাঁরা ছুটিতে থাকবেন, তারা নববর্ষের আগেই চলে আসবেন। আর নববর্ষকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। সাদাপোশাক, ইউনিফর্ম পরিহিত পুলিশের উপস্থিতি এবং টেকনিক্যাল সহযোগিতা নেওয়ার মাধ্যমে তিন স্তরের একটি নিরাপত্তা গ্রহণ করা হবে।’
এ ছাড়া ঈদকে ঘিরে সিএমপির পক্ষ থেকে যেসব অনুরোধ জানানো হয়েছে। নগরবাসী যদি সেভাবে সহযোগিতা করে তাহলে ফাঁকা নগরে সিএমপি থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; সেটা বাস্তবায়ন করতে পারলে খারাপ কোনো কিছু ঘটার শঙ্কা নেই বলে জানিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।
ঈদের ছুটিতে বন্ধ থাকবে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোও। ফাঁকা নগরে বাসা ও আর্থিক এসব প্রতিষ্ঠানের নিরাপত্তাকে ঘিরে ১২টি নির্দেশনা দিয়েছে সিএমপি। বাড়ি ফেরার আগে এসব নির্দেশনা অনুসরণের অনুরোধ করা হয়েছে।
জানা যায়, চট্টগ্রামে এবার সিআরবির শিরীষতলায় নববর্ষ উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম, ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ এবং জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানে আয়োজন হবে। এর বাইরে রবীন্দ্রসংগীত উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম প্রথমবারের মতো নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে পয়লা বৈশাখ উদ্যাপনের আয়োজন করেছে।
কোনো ধরনের হুমকি না থাকলেও চট্টগ্রামে ঈদুল ফিতর ও পয়লা বৈশাখে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকছে। নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাদাপোশাকে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা মাঠে থাকবেন। আজ সোমবার নগরীর দামপাড়া পুলিশ লাইনসের সম্মেলনকক্ষে এসব কথা বলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।
কৃষ্ণপদ রায় বলেন, ‘কোনো ধরনের দৃশ্যমান ঝুঁকি নেই। তবে সতর্কতা আছে। অতীতের বিষয়গুলো মাথায় রেখে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করব। আমাদের ঝুঁকি নেই; তবে প্রস্তুতি থাকবে।’
তিনি বলেন, ‘আমরা সব সময় সতর্ক আছি। সাময়িক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন জায়গায়, তা আমাদের দৃষ্টিতে আছে। সেটার প্রেক্ষিতে কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। আশা করি, কোনো ধরনের বিপর্যয় হবে না। আর যদি কেউ বিপর্যয় ঘটাতে আসে; তাহলে আমরা সার্থকভাবে মোকাবিলা করতে পারব।’
সিএমপি কমিশনার বলেন, ‘কোনো অনুষ্ঠানই সন্ধ্যা ৬টার পর করা যাবে না। সেটা কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা করা হবে। আমরা যেটা পরামর্শ দিয়েছি, অনুষ্ঠানস্থলের নিরাপত্তাবেষ্টনী নির্মাণ করা। ক্ষেত্র বিশেষে মহিলা ও পুরুষের আলাদা যাতায়াতের পথ রাখা এবং নিজস্ব ভলান্টিয়ার রাখা, যারা অংশগ্রহণ করবেন তাঁরা অতিরিক্ত ব্যাগ-পুঁটলি নিয়ে আসবেন না। ক্লোজ সার্কিট ক্যামেরা দেওয়া, তাহলে পরবর্তী কোনো ঘটনা ঘটলে সেটার অনুসন্ধানের জন্য কাজে আসবে।’
এ সময় সংস্কৃতিজন কামরুল হাসান বাদল সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশনার আপত্তি জানালে সিএমপি কমিশনার নানা পারিপার্শ্বিক সমস্যার কথা তখন তুলে ধরেন।
কৃষ্ণপদ রায় বলেন, ‘ঈদের পরপরই অনুষ্ঠান হওয়ার কারণে খুব কমসংখ্যক পুলিশ সদস্য ছুটিতে থাকবেন। এ ছাড়া যাঁরা ছুটিতে থাকবেন, তারা নববর্ষের আগেই চলে আসবেন। আর নববর্ষকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। সাদাপোশাক, ইউনিফর্ম পরিহিত পুলিশের উপস্থিতি এবং টেকনিক্যাল সহযোগিতা নেওয়ার মাধ্যমে তিন স্তরের একটি নিরাপত্তা গ্রহণ করা হবে।’
এ ছাড়া ঈদকে ঘিরে সিএমপির পক্ষ থেকে যেসব অনুরোধ জানানো হয়েছে। নগরবাসী যদি সেভাবে সহযোগিতা করে তাহলে ফাঁকা নগরে সিএমপি থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; সেটা বাস্তবায়ন করতে পারলে খারাপ কোনো কিছু ঘটার শঙ্কা নেই বলে জানিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।
ঈদের ছুটিতে বন্ধ থাকবে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোও। ফাঁকা নগরে বাসা ও আর্থিক এসব প্রতিষ্ঠানের নিরাপত্তাকে ঘিরে ১২টি নির্দেশনা দিয়েছে সিএমপি। বাড়ি ফেরার আগে এসব নির্দেশনা অনুসরণের অনুরোধ করা হয়েছে।
জানা যায়, চট্টগ্রামে এবার সিআরবির শিরীষতলায় নববর্ষ উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম, ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ এবং জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানে আয়োজন হবে। এর বাইরে রবীন্দ্রসংগীত উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম প্রথমবারের মতো নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে পয়লা বৈশাখ উদ্যাপনের আয়োজন করেছে।
রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে কলাবাগান থানা–পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।
২৩ মিনিট আগেপবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন ১০টি ট্রাকের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।
১ ঘণ্টা আগেশিক্ষাঙ্গনে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেছেন ছাত্রসংগঠনগুলো। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নবগঠিত কমিটির ‘পরিচিত সভায়’ ৯টি ছাত্রসংগঠন এ প্রত্যাশা জানিয়েছে। শিক্ষাঙ্গনে দ্রুত ছাত্রসংসদ চালুর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে‘আগে মশা বেড়ে গেলে কাউন্সিলর অফিসে গিয়ে অভিযোগ করতাম। কিছু না হলেও স্প্রে করত। কিন্তু এখন কিছুই দেখি না। যেখানে অভিযোগ করব, সেই কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। কাউন্সিলর অফিসে গিয়ে শুনলাম,
১ ঘণ্টা আগে