Ajker Patrika

যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৫: ৫৭
যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই দিন আগে যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বান্দরবানের লামায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশাটি জব্দ করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গত ৩০ জুন চারজন দুষ্কৃতকারী সাতকানিয়া ডুলু ব্রিজ থেকে লোহাগাড়া আউলিয়া মসজিদের সামনে যাওয়ার কথা বলে একটি অটোরিকশা ভাড়া করেন। রাত সাড়ে ৯টার দিকে লোহাগাড়া চুনতি এলাকায় পৌঁছালে দুষ্কৃতকারীরা সিএনজিচালিত অটোরিকশাচালক গুনু মিয়ার চোখে মরিচের গুঁড়া ও মলম লাগিয়ে, মারধর করে অটোরিকশা থেকে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুনু মিয়াকে উদ্ধার করে।

ওসি আরও বলেন, ওই ঘটনায় অটোরিকশাচালক অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত