Ajker Patrika

‘আপনেরা আমরারে মাংস-দই দিয়া খাওয়াইলেন, অনেক খুশি হইলাম’

এম মনসুর আলী, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) 
‘আপনেরা আমরারে মাংস-দই দিয়া খাওয়াইলেন, অনেক খুশি হইলাম’

নুরজাহান বেগমের চোখে জল। তবে তা আনন্দের। বলছেন, ‘আমরারে কেউ দাওয়াত দেয় না। আপনারা আমরারে মাংস-দই দিয়া ভাত খাওয়াইলেন। অনেক খুশি হইলাম।’ 

ভিক্ষা করেই জীবনধারণ করা নুরজাহান আজ দাওয়াতে পেটপুরে খেয়েছেন। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে যার উপস্থিতি গৃহস্থদের বিরক্তির কারণ হয়, সেই তিনিই আজ অতিথি। তাঁকে আদর করে খাওয়ানো হয়েছে। শুধু তিনি নন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শতাধিক ভিক্ষুক আজ দাওয়াত খেয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে শতাধিক ভিক্ষুককে পেটপুরে খাবার খাওয়ান এক চিকিৎসক। আজ বৃহস্পতিবার উপজেলার অরুয়াইল দক্ষিণ বাজার কলেজ মার্কেটে বিভিন্ন এলাকা থেকে আসা ভিক্ষুককে দাওয়াত দিয়ে রান্না করা খাবার খাওয়ানো হয়। 

সরকার নিবন্ধিত গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের সদস্যদের সহযোগিতায় জেলার সরাইল ও নাসিরনগর উপজেলা থেকে আসা ভিক্ষুকদের জন্য এ খাবারের আয়োজন করেন চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে অ্যানেসথেসিয়া ও ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। 

চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলামের এ রকম উদ্যোগ এলাকায় বেশ সাড়া ফেলেছে। সারা জীবন বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে গিয়ে তাড়া খেয়ে যারা অভ্যস্ত, তাঁরাই বৃহস্পতিবার ছিলেন দাওয়াতের মধ্যমণি। এটি তাঁদের ভীষণভাবে আবেগপ্রবণ করেছে। দাওয়াতে আসা নাসিরনগর উপজেলার চাতলপাড়ের ভিক্ষুক নুরজাহান বেগম বলেন, ‘আমরারে কেউ দাওয়াত দেয় না। কোনো অনুষ্ঠানে গেলে উল্টা তাড়াইয়া দেয়। ঝুটা খাইতে দেয়। আপনারা আমরারে মাংস-দই দিয়া ভাত খাওয়াইলেন। অনেক খুশি হইলাম। দুই হাত ভইরা আল্লাহর কাছে দোয়া করমু আপনাদের জন্য।’ 

একই রকম কথা বললেন মোমেনা বেগম। তিনি বলেন, কখনো কোনো চিকিৎসকের দাওয়াতে খাবার খাননি আগে। খুব খুশি তিনি। 

এ বিষয়ে ডা. সৈয়দ আরিফুল ইসলাম বলেন, ‘ভিক্ষুকেরা নিম্নমানের খাবারের কারণে পুষ্টিহীনতায় ভোগে। তা ছাড়া পথশিশুদের জন্য বিভিন্ন সংগঠনের কার্যক্রম থাকলেও দেশের কোথাও ভিক্ষুকদের জন্য বিনা মূল্যে খাবারের ব্যবস্থা আছে কি না, জানি না। কোনো অনুষ্ঠানের শেষে যদি খাবার থাকে, তাহলে স্থানীয় ভিক্ষুকদের পাতে দুমুঠো খাবার ওঠে। তারপরও কখনো কখনো দেওয়া হয় শুধু শুকনো ভাত। এসব কথা চিন্তা করেই তাঁদের জন্য এই আয়োজন করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত