Ajker Patrika

চমেক থেকে শিশু চুরির মামলায় আয়ার যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চমেক থেকে শিশু চুরির মামলায় আয়ার যাবজ্জীবন

চট্টগ্রামে দুই শিশু চুরির মামলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক আয়ার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ত্রিশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এই অর্থ দিতে ব্যর্থ হলে আরও ৬ মাস কারাভোগ করতে হবে তাঁকে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম দীপালি দাস। 

ট্রাইব্যুনালের পেশকার মো. কফিল উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামির উপস্থিতিতে রায় দেন আদালত। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। 

আদালত সূত্র জানায়, দীপালী দাস ২০০৭ সালের ৩ জুলাই রাত ১১টার দিকে তিন মাস বয়সের এক ছেলে ও দেড় মাসের এক মেয়ে শিশুকে বিক্রি করতে নগরের চকবাজার ডিসি রোড এলাকায় নিয়ে যান। শিশু দুটি চমেক হাসপাতাল থেকে তিনি চুরি করেছিলেন। 

গোপনে সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে শিশু দুটি উদ্ধার করে। এ ঘটনায় দুই আসামির বিরুদ্ধে বাকলিয়া থানায় করা মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগ গঠনের পর তিনজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত দীপালীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় উজ্জ্বল দাশ নামের একজনকে খালাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত