Ajker Patrika

সেন্ট মার্টিনের অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০: ১২
সেন্ট মার্টিনের অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির 

সেন্টমার্টিনে অপরিকল্পিত স্থাপনা ও নানা অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সেন্টমার্টিনে একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় সেন্টমার্টিনের সার্বিক অবস্থা দেখে এই উৎকণ্ঠা প্রকাশ করেন কমিটির সদস্যরা।

বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী। 

এ সময় র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিনে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে যে অব্যবস্থাপনা চলছে তা সত্যিই উদ্বেগজনক। এ অবস্থা চলতে থাকলে আগামী পাঁচ বছর পর এখানকার অবস্থা কী হবে তা চিন্তারও বাইরে। কোনো পর্যটক এখানে আসবে কি না আমার সন্দেহ। কারণ সেন্টমার্টিনের সর্বত্রই যেন হ-য-ব-র-ল অবস্থা। দ্বীপটিকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজ করার ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দেবে সংসদীয় কমিটি।’ 

আজ বেলা ৩টার দিকে সেন্টমার্টিনের তথ্যসেবা কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী, প্রকৌশলী মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, বেগম কানিজ ফাতিমা আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাম্মেল হোসেন, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিজুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।

পরে সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এই সভার মুলতবি ঘোষণা করেন। আগামীকাল রোববার দুপুরে কক্সবাজারে মুলতবি হওয়া এই সভা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত