কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকায় ভর্তি করা ২২ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান দুজন।
গতকাল শনিবার রাত ১১টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা খালের মুখে তাতিয়া পুকুর পাড় সংলগ্ন এলাকা থেকে এসব চিনি উদ্ধার করে সদরঘাট নৌ-থানা পুলিশ। এ সময় চোরাই চিনি বহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।
নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়া দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন—মো. সাইফুল (৩০) এবং মো. রাজ্জাক ওরফে পিন্টু (২৭)। তাঁদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে বলেও জানান সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ।
সদরঘাট নৌ-থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাতিয়া পুকুর সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান। রাত হওয়ায় তাদের আর ধরা যায়নি।
এ সময় তাঁদের নৌকা থেকে ২২ বস্তা চিনি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, জাহাজের মাধ্যমে চিনিগুলো আমদানি করা হচ্ছিল। সেখান থেকে চোরাকারবারিরা চুরি করে পাচার করছিলেন।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকায় ভর্তি করা ২২ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান দুজন।
গতকাল শনিবার রাত ১১টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা খালের মুখে তাতিয়া পুকুর পাড় সংলগ্ন এলাকা থেকে এসব চিনি উদ্ধার করে সদরঘাট নৌ-থানা পুলিশ। এ সময় চোরাই চিনি বহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।
নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়া দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন—মো. সাইফুল (৩০) এবং মো. রাজ্জাক ওরফে পিন্টু (২৭)। তাঁদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে বলেও জানান সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ।
সদরঘাট নৌ-থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাতিয়া পুকুর সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান। রাত হওয়ায় তাদের আর ধরা যায়নি।
এ সময় তাঁদের নৌকা থেকে ২২ বস্তা চিনি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, জাহাজের মাধ্যমে চিনিগুলো আমদানি করা হচ্ছিল। সেখান থেকে চোরাকারবারিরা চুরি করে পাচার করছিলেন।
গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলার ভয়ে বনজঙ্গল ও মানুষের বাড়িতে আত্মগোপনে থেকে মানবেতর জীবন যাপন করছেন দুই ভাই। তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছেন আপন চাচা। আজ বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই ভাইয়ের বাবা আবুল হোসেন।
১৯ মিনিট আগেরাজশাহীতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। সর্বশেষ ২০২৪ সালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। বিশ্বের ১৭৩টি দেশে থাকা ১ কোটি ২০ লাখ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
২৬ মিনিট আগেজাতীয় সংসদে নারীদের জন্য ১০০ আসন চায় উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের এ কথা বলেন।
২৭ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মধ্যে যাত্রীবাহী এক বাস উল্টে গেছে। এতে নারী-পুরুষসহ ১০ জন যাত্রী আহত হন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে