বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে ৮ বর্গাচাষির লবণমাঠের পলিথিন কেটে ছিদ্র করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এমন অবস্থায় দাদন ব্যবসায়ীদের টাকা শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লবণচাষিরা।
গতকাল রোববার মধ্যরাতে উপজেলার সরল ইউপির পশ্চিম সরল বঙ্গোপসাগর উপকূলীয় আমিন চেয়ারম্যান ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন মো. আলমগীর, কামাল উদ্দিন, ইলিয়াছ, কাদের, রবি আলম, শাহাদত হোসাইন, মো. সেলিম ও ফকরুউদ্দিন।
ক্ষতিগ্রস্ত লবণচাষি মো. কামাল উদ্দিন বাদী হয়ে ১০ জনকে আসামি করে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঁশখালী থানা-পুলিশের একটি দল।
অভিযোগে জানা গেছে, ঘটনার দুই দিন আগে স্থানীয় কিছু সন্ত্রাসী লবণচাষিদের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এতে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁরা দলবল নিয়ে লবণচাষিদের ১২ একর লবণ মাঠের ১০ লাখ টাকার পলিথিন এবং ফুটন্ত লবণ নষ্ট করে ফেলে। এতে ঘটনাস্থলে ঘুমিয়ে থাকা লবণচাষিরা প্রতিহত করতে চাইলে তাঁদের প্রাণ নাশের হুমকি দেয়। ফাঁকা গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা, তাদের দাবি করা চাঁদা সঠিক সময়ে পৌঁছে দেওয়ার হুমকি দেয়।
ভুক্তভোগী লবণচাষি কামাল উদ্দিন বলেন, ‘রাতের আঁধারে আমাদের লবণমাঠে বিছানো পলিথিন কেটে দিয়ে লবণ উৎপাদন ব্যাহত করেছে তারা। ১২ একর লবণ মাঠের সম্পূর্ণ পলিথিন কেটে অর্ধ ফুটন্ত লবণ নষ্ট করে ফেলেছে। এতে আমাদের ১২-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন কাদের মানিক বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। পূর্বশত্রুতার জেরে তাঁরা আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে। এটি সম্পূর্ণ আমার নামে ষড়যন্ত্র।’
লবণমাঠের মালিক সামসিয়াত আমিন চৌধুরী রিফান বলেন, ‘স্থানীয় সন্ত্রাসী সালাহউদ্দিন কাদের মানিক, তাঁর সহকারী কায়সার ডাকাত ও তাঁর দলবল কয়েক বছর যাবৎ আমাদের চাষাদের মারধর ও নিয়মিত মাছ ও লবণ লুণ্ঠন ও চাঁদা দাবি করে আসছে। এ ব্যাপারে বেশ কয়েকটি মামলাও হয়েছে তাঁদের বিরুদ্ধে। গতকালও সে তাঁর দলবল নিয়ে আমাদের মালিকানাধীন ১২ একর লবণমাঠের পলিথিন ও অর্ধ-ফুটন্ত লবণ ধ্বংস করে ফেলেছে। এ অবস্থায় আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।’
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের বাঁশখালীতে ৮ বর্গাচাষির লবণমাঠের পলিথিন কেটে ছিদ্র করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এমন অবস্থায় দাদন ব্যবসায়ীদের টাকা শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লবণচাষিরা।
গতকাল রোববার মধ্যরাতে উপজেলার সরল ইউপির পশ্চিম সরল বঙ্গোপসাগর উপকূলীয় আমিন চেয়ারম্যান ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন মো. আলমগীর, কামাল উদ্দিন, ইলিয়াছ, কাদের, রবি আলম, শাহাদত হোসাইন, মো. সেলিম ও ফকরুউদ্দিন।
ক্ষতিগ্রস্ত লবণচাষি মো. কামাল উদ্দিন বাদী হয়ে ১০ জনকে আসামি করে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঁশখালী থানা-পুলিশের একটি দল।
অভিযোগে জানা গেছে, ঘটনার দুই দিন আগে স্থানীয় কিছু সন্ত্রাসী লবণচাষিদের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এতে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁরা দলবল নিয়ে লবণচাষিদের ১২ একর লবণ মাঠের ১০ লাখ টাকার পলিথিন এবং ফুটন্ত লবণ নষ্ট করে ফেলে। এতে ঘটনাস্থলে ঘুমিয়ে থাকা লবণচাষিরা প্রতিহত করতে চাইলে তাঁদের প্রাণ নাশের হুমকি দেয়। ফাঁকা গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা, তাদের দাবি করা চাঁদা সঠিক সময়ে পৌঁছে দেওয়ার হুমকি দেয়।
ভুক্তভোগী লবণচাষি কামাল উদ্দিন বলেন, ‘রাতের আঁধারে আমাদের লবণমাঠে বিছানো পলিথিন কেটে দিয়ে লবণ উৎপাদন ব্যাহত করেছে তারা। ১২ একর লবণ মাঠের সম্পূর্ণ পলিথিন কেটে অর্ধ ফুটন্ত লবণ নষ্ট করে ফেলেছে। এতে আমাদের ১২-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন কাদের মানিক বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। পূর্বশত্রুতার জেরে তাঁরা আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে। এটি সম্পূর্ণ আমার নামে ষড়যন্ত্র।’
লবণমাঠের মালিক সামসিয়াত আমিন চৌধুরী রিফান বলেন, ‘স্থানীয় সন্ত্রাসী সালাহউদ্দিন কাদের মানিক, তাঁর সহকারী কায়সার ডাকাত ও তাঁর দলবল কয়েক বছর যাবৎ আমাদের চাষাদের মারধর ও নিয়মিত মাছ ও লবণ লুণ্ঠন ও চাঁদা দাবি করে আসছে। এ ব্যাপারে বেশ কয়েকটি মামলাও হয়েছে তাঁদের বিরুদ্ধে। গতকালও সে তাঁর দলবল নিয়ে আমাদের মালিকানাধীন ১২ একর লবণমাঠের পলিথিন ও অর্ধ-ফুটন্ত লবণ ধ্বংস করে ফেলেছে। এ অবস্থায় আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।’
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৩ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৩ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৩ ঘণ্টা আগে